College Street: ফুটপাত জুড়ে বইয়ের ভিড়, কলেজ স্ট্রিটে 'অমূল্য রতন'-র খোঁজে বই প্রেমীরা

বুধবার কলেজ স্ট্রিটের ফুটপাতেও দেখা মিলল বইয়ের পসরা। আর তা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন পাঠকরা

Updated By: Jan 26, 2022, 07:15 PM IST
College Street: ফুটপাত জুড়ে বইয়ের ভিড়, কলেজ স্ট্রিটে 'অমূল্য রতন'-র খোঁজে বই প্রেমীরা

অর্ণবাংশু নিয়োগী

প্রজাতন্ত্র দিবস মানেই ছুটির দিন। এদিন কারও ডেস্টিনেশন যদি হয় বিনোদনের জায়গা তাহলে বই প্রেমীদের গন্তব্য অবশ্যই কলেজ স্ট্রিট। এবার শহরের সব বিনোদনের জায়গা বন্ধ। তাই ভিড় জমেছে বইপাড়ায়।

বছরের তিনটে দিন অন্তত কলেজ স্ট্রিটে থাকে বই প্রেমীদের ভিড়। প্রজাতন্ত্র দিবসের(Republic Day) মতোই পুরনো বইয়ের বিশেষ বাজার বসে পয়লা মে(May Day) ও স্বাধীনতা দিবস। কম দামে হাতে চলে আসে কিছু 'অমূল্য রতন'। তারই খোঁজে ওই তিন দিন কলেজ স্ট্রিটে(College Street) হানা দেন বইপোকা-রা।

আরও পড়ুন-'সন্ধ্যা মুখোপাধ্যায় আরও বড় সম্মানের অধিকারী',  কেন্দ্রকে নিশানা বিশিষ্টজনেদের

বুধবার কলেজ স্ট্রিটের ফুটপাতেও দেখা মিলল বইয়ের পসরা। আর তা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন পাঠকরা। কেউ নেড়েচেড়ে দেখছেন তো ছোঁ মেরে তুলে নিচ্ছেন তাদের পছন্দের বই। অনেক এনেছেন লিস্ট হাতে নিয়ে। খুঁজে চলেছে নির্দিষ্ট বই। খুব কম দামে এদিন হাতে এসে যেতে পারে সংগ্রহে রাখার মতো কোনও পুরনো বই। দরদরিতে আছেই। প্রায় সব বয়সের মানুষজনকেই দেখা গেল বইয়ের ভিড়ে মিশে যেতে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.