Abhishek Banerjee: ইডি দফতরে আজ যাচ্ছেন না, চিঠি লিখে কী কারণ দেখালেন অভিষেক?
Abhishek Banerjee:অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। পরদিন থেকে যে কোনও দিন ডাকলে তিনি ইডি দফতরে যাবেন। সেই কথাই আজ সরকারিভাবে চিঠি দিয়ে ইডিকে জানালেন
![Abhishek Banerjee: ইডি দফতরে আজ যাচ্ছেন না, চিঠি লিখে কী কারণ দেখালেন অভিষেক? Abhishek Banerjee: ইডি দফতরে আজ যাচ্ছেন না, চিঠি লিখে কী কারণ দেখালেন অভিষেক?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/13/425101-1.png)
প্রবীর চক্রবর্তী: সিজিও কমপ্লক্সে আজ ইডির দফতরে হাজিরা যে দিচ্ছেন না তা আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কিন্তু তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে তিনি বর্তমানে জেলায় রয়েছেন। সেই ব্য়স্ততার কথাই জানিয়ে আজ ইডিকে চিঠি লিখলেন তিনি। তদন্তে আগেও সাহায্য করেছেন। ভবিষ্যতেও করবেন। সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন-তালিবানের সঙ্গে আল-কায়দার গোপন যোগ? আফগানিস্তানের কড়া সমালোচনা রাষ্ট্রসংঘের...
ইডিকে লেখা তাঁর চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন তৃণণূলের নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনও ঘোষণা হয়ে গিয়েছে। দুটি বিষয় নিয়ে ব্যস্ততার জেরে আপাতত হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। অতীতেও তদন্ত সহযোগিতা করেছেন তিনি। ভবিষ্যতেও সহযোগিতা করবেন।
উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ২০ মে তলব করেছিল সিবিআই। বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি থামিয়ে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। টানা কয়েক ঘণ্টা তাঁকে থাকতে হয় নিজাম প্যালেসে। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, প্রায় ১০-১২ ঘণ্টা তাঁর নষ্ট হল। এবার ইডির হাজিরা এড়াতে অভিষেক চিঠি দেওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা কী করে সেটাই এখন দেখার।
গত বৃহস্পতিবার অভিষেকের স্ত্রী রুজিয়া বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারও আগে তাঁকে আটকে দেওয়া হয় কলকাতা বিমানবন্দরে। এনিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, স্ত্রী, ছেলেমেয়েকে গ্রেফফতার করলেও মাথা নোয়াব না। প্রসঙ্গত, রুজিরার পরই অভিষেককে তলব করে ইডি।