কলকাতা পুলিসের নতুন কমিশনার রাজীব কুমার
কলকাতা পুলিসের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব কুমার। বিদায়ী নগরপাল সুরজিত্ কর পুরকায়স্থর থেকে দায়িত্ব বুঝে নিলেন তিনি। এডিজি সিআইডি পদে রাজীবের শূন্যস্থানে এসেছেন বিশেষ কমিশনার সোমেন মিত্র। পুলিস কমিশনার সুরজিত্ করপুরকায়স্থ পাচ্ছেন ডিজি ক্রাইমের দায়িত্ব। গতমাসে নবান্নে পুলিস এস্টাবলিশমেন্ট বোর্ডের বৈঠকে চূড়ান্ত হয় রদবদল। তিন বছর কলকাতা পুলিসের কমিশনার ছিলেন সুরজিত্ কর পুরকায়স্থ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিন বছরের বেশি কোনও প্রশাসনিক আধিকারিক এক পদে থাকতে পারেন না কোনও IPS অফিসার। তাই এই রদবদল।
![কলকাতা পুলিসের নতুন কমিশনার রাজীব কুমার কলকাতা পুলিসের নতুন কমিশনার রাজীব কুমার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/03/48857-13rajiv.jpg)
ওয়েব ডেস্ক: কলকাতা পুলিসের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব কুমার। বিদায়ী নগরপাল সুরজিত্ কর পুরকায়স্থর থেকে দায়িত্ব বুঝে নিলেন তিনি। এডিজি সিআইডি পদে রাজীবের শূন্যস্থানে এসেছেন বিশেষ কমিশনার সোমেন মিত্র। পুলিস কমিশনার সুরজিত্ করপুরকায়স্থ পাচ্ছেন ডিজি ক্রাইমের দায়িত্ব। গতমাসে নবান্নে পুলিস এস্টাবলিশমেন্ট বোর্ডের বৈঠকে চূড়ান্ত হয় রদবদল। তিন বছর কলকাতা পুলিসের কমিশনার ছিলেন সুরজিত্ কর পুরকায়স্থ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিন বছরের বেশি কোনও প্রশাসনিক আধিকারিক এক পদে থাকতে পারেন না কোনও IPS অফিসার। তাই এই রদবদল।