গোঁড়া সাম্প্রদায়িকতা ও ধর্মীয় বিভাজনের বিরোধিতা করেছি, অতীতেও বিরোধী ছিলাম: Rajib
কুণালের বাড়িতে যাওয়া নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজীব।
নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর উল্টো দিকেই রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। নেটমাধ্যমে নিজের বক্তব্যের পক্ষে শনিবার সওয়াল করেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। জানিয়ে দিলেন, গোঁড়া সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দলেই বিরোধিতা করেছেন। আজও বিরোধী।
কুণালের বাড়িতে যাওয়া নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজীব (Rajib Banerjee)। সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন,'এখনও বিজেপিতেই আছি।' এরইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে বিঁধে পোস্ট নিয়েও এ দিন মুখ খুলেছেন রাজীব। তাঁর কথায়,''ফেসবুকে পোস্ট আমিই করেছি। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকারের সবে একমাস হয়েছে। এক্ষুণি যদি কেউ রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, গোঁড়া সাম্প্রদায়িকতা ছড়ায় বা ধর্মীয় বিভাজন করতে চায়, দলে তার বিরোধিতা করেছি। বিগত দিনেও বিরোধী থেকেছি।'' সূত্রের খবর, বিজেপির হিন্দুত্বের লাইন নিয়ে দলের অন্দরে আপত্তি তুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee)। তবে তাঁর কথা শোনা হয়নি বলে ঘনিষ্ঠমহলে অনুযোগ করেছেন তিনি। এ রাজ্যে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শকে মানুষ প্রত্যাখ্যান করেছেন বলে মনে করেন তিনি।
মুকুলের 'ঘরে ফেরা' নিয়ে রাজীবের (Rajib Banerjee) প্রতিক্রিয়া,''মুকুলদা একজন বড় নেতা। আমাদের সকলের দাদা ও অভিভাবক। এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। ওঁর সিদ্ধান্ত অনুযায়ী কে কী করবেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।''
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীকে কি নিশানা করলেন রাজীব? সদ্য দিল্লিতে গিয়ে বিরোধী দলনেতা দাবি করেছেন, ৩৫৬ ধারা জারির চেয়ে খারাপ অবস্থা রাজ্যে! কিন্তু রাজীব একেবারে ভিন্ন মেরুতে। নেটমাধ্যমে তিনি লিখেছিলেন,''সমালোচনা তো অনেক হল... মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।''
আরও পড়ুন- আগামী সপ্তাহে ফুলবদল? বিকেলে TMC নেতা কুণালের বাড়িতে হাজির Rajib