জমি নেই তাই রায়গঞ্জে এআইএমএস নয়, জবাব মমতার

এরাজ্যে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাস্থ্যভবনে তিনি ঘোষণা করেন, জমি নেই, তাই রায়গঞ্জে এইমস হবে না। নীতিগত কারণেই জমি অধিগ্রহণ করে তাঁর পক্ষে রায়গঞ্জে হাসপাতাল গড়া সম্ভব নয় বলে জানান তিনি। তবে রায়গঞ্জের বদলে কল্যাণী, গঙ্গারামপুর, শিলিগুড়ি বা অন্য কোথাও এইমস হতেই পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে এ রাজ্যে এইমস রায়গঞ্জেই হবে বলে ঘোষণা করেন সেনিয়া গান্ধী। আজকের ঘোষণায় সোনিয়া গান্ধীর মতকেও খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Feb 22, 2013, 07:48 PM IST

এরাজ্যে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাস্থ্যভবনে তিনি ঘোষণা করেন, জমি নেই, তাই রায়গঞ্জে এইমস হবে না। নীতিগত কারণেই জমি অধিগ্রহণ করে তাঁর পক্ষে রায়গঞ্জে হাসপাতাল গড়া সম্ভব নয় বলে জানান তিনি। তবে রায়গঞ্জের বদলে কল্যাণী, গঙ্গারামপুর, শিলিগুড়ি বা অন্য কোথাও এইমস হতেই পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে এ রাজ্যে এইমস রায়গঞ্জেই হবে বলে ঘোষণা করেন সেনিয়া গান্ধী। আজকের ঘোষণায় সোনিয়া গান্ধীর মতকেও খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী।
গার্ডেনরিচকাণ্ডের পর আবার একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। আজ স্বাস্থ্যভবনে পাশাপাশি দেখা গেল মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রীকে। গার্ডেনরিচকাণ্ডে মূল অভিযুক্ত মুন্নাকে আড়াল করার অভিযোগ ওঠে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর মুন্নাকে গ্রেফতার না করার জন্য প্রকাশ্যেই পুলিসকে নির্দেশও দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। এরপরই ঘরে-বাইরে চাপের মুখে সরকারের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পুরমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও বেশ কিছুদিন দেখা যায়নি তাঁকে। শেষপর্যন্ত অবশ্য পুরমন্ত্রীর ওপরেই তিনি যে সম্পূর্ণ আস্থা রাখছেন তা আজ স্পষ্ট হয়ে গেল। তাঁকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, যে বিতর্কই থাকুক না কেন ফিরহাদ হাকিমের পাশেই আছেন মমতা।   
এ দিন স্বাস্থ্য ভবনে দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। গরমকালে মশাবাহিত রোগ মোকাবিলার জন্য এই বৈঠক ডাকা হলেও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য দফতরের হাল হকিকত নিয়ে দফতরের কর্তাদের সঙ্গে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

.