ফ্রেরুয়ারিতে বাংলায় Narendra Modi? দিল্লিতে প্রস্তাব পাঠাল BJP-র রাজ্য নেতৃত্ব
বাংলায় প্রধানমন্ত্রীর জনসভা করার সম্ভাবনা।
নিজস্ব প্রতিবেদন: জানুয়ারিতে অমিত শাহ (Amit Shah), ফ্রেরুয়ারিতে কি বাংলায় আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)? রাজ্যে 'পরিবর্তন যাত্রা' কর্মসূচির সূচনায় মোদীকে আনার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি (BJP)। দলের কোর গ্রুপের বৈঠকে প্রাথমিক আলোচনার পর প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্ব, সর্বোপরি প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে 'গ্রিন সিগন্যাল' মিললেই তারিখ চূড়ান্ত করা হবে। সূত্রের খবর তেমনই।
উল্লেখ্য, বুথস্তরে অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডার (JP Nadda) কর্মসূচি বাদ দিলে, করোনার কারণে রাজ্যে সেভাবে কোনও বড় মিটিং বা মিছিল করতে পারেনি বিজেপি (BJP)। গত শুক্রবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে দিলীপ ঘোষ (Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়দের (Kailash Vijayvargiya) সঙ্গে বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার বাংলায় বড়মাপের মিছিল-মিটিং হবে। গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে থাকবে গেরুয়াশিবিরের রাজ্য নেতারাই। তবে রাজ্যে এসে সেই কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডার (JP Nadda) মতো সর্বভারতীয় নেতারাও।
আরও পড়ুন: নন্দীগ্রামে Mamata-র জনসভা, পাল্টা আগামিকালই কলকাতায় পদযাত্রা Suvendu-র
হাতে আর বেশি সময় নেই। বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে এদিন কলকাতায় বিশেষ বৈঠকে বসেছে বঙ্গ বিজেপির কোর কমিটি। বৈঠকে যোগ দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) -সহ রাজ্যস্তরের শীর্ষ নেতারাও। জানা যাচ্ছে, বৈঠকে ফ্রেরুয়ারিতে 'পরিবর্তন যাত্রা' কর্মসূচি পালনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর (Narendra Modi) হাত ধরেই কি বাংলায় এই কর্মসূচির সূচনা হবে? তা নিয়েও কথা হয় বৈঠকে। সূত্রের খবর, মোদীর বঙ্গ সফরের অনুমতি চেয়ে দিল্লিতে প্রস্তাব পাঠিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। প্রস্তাবে যদি সম্মতি মেলে, তাহলে দিনক্ষণও চূড়ান্ত হবে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ। শুধু জানিয়েছেন, বৈঠকে পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ভোট ঘোষণার হওয়ার পর বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আরও পড়ুন: চাল চোর, ত্রিপল চোর, এবার ভ্যাকসিন চোর সরকার : Kailash
উল্লেখ্য, জানুয়ারিতে ফের বাংলায় আসছেন অমিত শাহ (Amit Shah)। ৩০ জানুয়ারি তিনি জনসভা করবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। দীর্ঘদিন ধরেই এই সভার জন্য় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি জানাচ্ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই আবেদন সাড়া দিয়ে এবার মতুয়াদের কাছে সশরীরের হাজির হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এদিন দলের বিশেষ বৈঠকে যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) জানিয়েছেন, ফ্রেরুয়ারিতে ফের বাংলায় আসছেন জেপি নাড্ডাও (JP Nadda)।