OMR শিট প্রকাশে মানহানি! হাইকোর্টে মামলা তৃণমূল কাউন্সিলরের
নবম-দশম শ্রেনির শিক্ষক নিয়োগে ৯৫২টি ওএমআর শিটে নম্বর কারচুপি হয় বলে সিবিআই রিপোর্ট দেয়৷ সেই ৯৫২টি বিকৃত OMR শিটের তালিকায় ৪৭৪ নম্বরে নাম কুহেলি ঘোষে'র।
অর্ণবাংশু নিয়োগী: OMR শিট প্রকাশে মানহানি! হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কুহেলি ঘোষ। 'নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তাহলে তাঁর ওএমআর শিট জনসমক্ষে এনে কারচুপির তথ্য কেন?' প্রশ্ন কুহেলি ঘোষের। পাশপাশি তিনি CBI তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলা দায়ের করেছেন কাউন্সিলর কুহেলি ঘোষ। নবম-দশম শ্রেনির শিক্ষক নিয়োগে ৯৫২টি ওএমআর শিটে নম্বর কারচুপি হয় বলে সিবিআই রিপোর্ট দেয়৷ সেই অনুযায়ী বিকৃত OMR শিট জনসমক্ষে প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৯৫২টি বিকৃত OMR শিটের তালিকায় ৪৭৪ নম্বরে নাম কুহেলি ঘোষে'র।
ওদিকে ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন ববিতা সরকার। তাঁকে ভুলবশত ২ নম্বর অতিরিক্ত দিয়েছে এসএসসি। এমনটাই দাবি ববিতা সরকারের। আর এই ভুল নম্বর দেওয়ার জন্য এসএসসির তরফের ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে এসএসসি। সেই নথি দেখেই সন্দিহান ববিতা সরকার। যারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামী পরশু শুনানি।
কোচবিহারে মন্ত্রী কন্যার স্কুলের মামলায় নয়া মোড়। এসএসসি নিয়োগে স্বচ্ছতা চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে আবেদন করতে চলেছেন ববিতা সরকার। 'অস্বচ্ছ' নিয়োগ হলে চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদনও প্রয়োজনে রাখবেন ববিতা নিজেই। ববিতা সরকার সহ অনেকেরই অ্যাকাদেমিক স্কোর নিয়ে তুমুল বিভ্রান্তি। একাদশ -দ্বাদশে, নবম -দশমে অনেকেরই নম্বর বিভ্রান্তি। কারও নম্বর কমেছে, আবার কারও বেড়েছে, এমনটাই অভিযোগ। অ্যাকাদেমিকে ববিতার নম্বর ৩৩ নয় হবে ৩১, আর তা নিয়েই বিতর্ক।
যদিও ববিতা ২ নম্বর কম পেলেও, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি ফিরে পাওয়ার কোনও সুযোগ নেই। কারণ পার্সোনালিটি টেস্টে বসেননি অঙ্কিতা অধিকারী। তবে ববিতা সরকার ২ নম্বর অ্যাকাদেমিকে স্কোর কম পেলে মেধাতালিকার অদলবদল ঘটে যেতে পারে। উঠে আসতে পারে অন্য কেউ। SSC চেয়ারম্যান ও সচিবের হাইকোর্টে দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ববিতা সরকার পেয়েছেন ৩৩। ববিতা সরকারের সর্বমোট নম্বর পান ৭৭। যেখানে অঙ্কিতা অধিকারী পেয়েছেন ৬১। একাদশ-দ্বাদশের নম্বর বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ হতেই উঠে আসে ববিতা সরকারে'র অ্যাকাদেমিক স্কোর ৩১।