ভিডিয়ো: করোনা আতঙ্কেও রাজাবাজারে মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ
NRC, CAA ও NRP-র বিরোধিতায় কয়েক মাস ধরে রাজাবাজার মোড়ে চলছে অবস্থান বিক্ষোভ।
![ভিডিয়ো: করোনা আতঙ্কেও রাজাবাজারে মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ ভিডিয়ো: করোনা আতঙ্কেও রাজাবাজারে মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/21/240499-corona12.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস নিয়ে জোর প্রচার চলছে। জমায়েত, ভিড় না করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অথচ জনতা কার্ফুর ঠিক আগেরদিন, শনিবার রাজাবাজার মোড়ে এনআরসি, সিএএ-র প্রতিবাদে চলল বিক্ষোভ। পুড়ল নরেন্দ্র মোদী-অমিত শাহের কুশপুতুল।
NRC, CAA ও NRP-র বিরোধিতায় কয়েক মাস ধরে রাজাবাজার মোড়ে চলছে অবস্থান বিক্ষোভ। ২০-২৫ জনের জমায়েত সেখানে প্রতিদিনই থাকে বলে খবর। করোনা প্রাদুর্ভাবের পরও সেই অবস্থান বিক্ষোভ ওঠেনি। কিন্তু, শনিবার এনআরসি, সিএএ প্রতিবাদের নামে রাজাবাজার মোড়ে পুড়ল নরেন্দ্র মোদী, অমিত শাহের কুশপুতুল। সঙ্গে চলল স্লোগান। কিন্তু গোটা কর্মসূচিতে ভিড় জমল শতাধিক মানুষের। করোনাভাইরাস নিয়ে এত সচেতনতার পরও রাজনীতি? রাজনীতির জন্য অন্যদের জীবন বিপন্ন করা কতটা যুক্তযুক্ত? উঠছে সেই প্রশ্নও।
এদিন সন্ধেয় রাজবাজারে এনআরসি, সিএএ-র বিরোধিতায় একটি মিছিল করে বিক্ষোভকারীরা। এর মোড়ে জ্বালানো হয় কুশপুতুল। করোনা ঠেকাতে রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। জমায়েত এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উদ্যোক্তাদের দাবি, একদিনের জনতা কার্ফুতে কী লাভ? এমনকি রাজাবাজারে অবস্থান বিক্ষোভ চলবে বলেও জানান তাঁরা।
প্রশ্ন উঠছে, রাজাবাজারে এই পরিস্থিতি কীভাবে বিক্ষোভ কর্মসূচি করার অনুমতি মিলল? জমায়েত থেকে ভাইরাসের সংক্রমণ হলে দায় কার?
এদিনই রাজ্যে আরও একজন করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে। ১৩ মার্চ থেকে জ্বর আসে দমদমের বাসিন্দা ৫৭ বছরের প্রৌঢ়ার। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ১৬ মার্চ তাঁকে ভর্তি করা হয়। এসএসকেএম ও নাইসেডে নমুনা পরীক্ষায় উপস্থিতি মিলেছে করোনাভাইরাসের।
আরও পড়ুন- করোনা পজিটিভ ৫৭ বছরের প্রৌঢ়া, রাজ্যে ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৪