Calcutta High Court: মুখের কথাতেই এবার নির্দেশ লিপিবদ্ধ করে ফেলতে পারবেন বিচারকরা!
কলকাতা হাইকোর্টে এক অনুষ্ঠানে অত্য়াধুনিক সফটওয়্যার দেওয়া হল নিম্ম আদালতের বিচারকদের।
অর্ণবাংশু নিয়োগী: স্টেনোগ্রাফার লাগবে না। নিম্ন আদালতে এবার মুখের কথাতেই নির্দেশ লিপিবদ্ধ করে ফেলতে পারবেন বিচারকরা! কীভাবে? রায়দানের সময়ে ব্যবহার করা হবে অত্যাধুনিক সফটওয়্যার।
আরও পড়ুন: TMC: নজরে চব্বিশ, ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের...
খরচ হয়েছে চার কোটির বেশি। কলকাতা হাইকোর্টে এক অনুষ্ঠানে অত্যাধুনিক সফটওয়্যার দেওয়া হল নিম্ম আদালতের বিচারকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি দেবাংশু বসাক, রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়। সঙ্গে নিম্ম আদালতের মুখ্য বিচারকরা।
হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান বলেন, জেলা আদালতে স্টেনোগ্রাফারের অভাব রয়েছে। সমস্যা রয়েছে কলকাতা হাইকোর্টেও। এই সফটওয়ারটি সমস্যা সমাধানে কাজে আসবে। পশ্চিমবঙ্গ সরকার চার কোটি টাকা রবাদ্দ করেছে'।
আরও পড়ুন: Parliament Attack | TMC: 'শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি'?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)