রাজ্যপাল বিজেপির লোক, কোনও উত্তর দেব না, ধনখড়কে পাল্টা মমতার

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত এখন নিত্যনৈমিত্তিক।

Updated By: Nov 7, 2019, 05:53 PM IST
রাজ্যপাল বিজেপির লোক, কোনও উত্তর দেব না, ধনখড়কে পাল্টা মমতার

কমলিকা সেনগুপ্ত: 'আয়ুষ্মান ভারত' প্রকল্প নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এনিয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গেলেও খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, বিজেপির লোকের কথায় উত্তর দেবেন না।

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত এখন নিত্যনৈমিত্তিক। এমন আবহেই আয়ুষ্মান ভারত নিয়ে নবান্নের অবস্থানে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড়। তিনি বলেছেন,''গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। কিন্তু তার সুবিধা পাচ্ছে না তৃণমূল। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কোন প্রকল্পের টাকা কোথা থেকে আসছে, সেটা না দেখে মানুষের জন্য ব্যবহার করা দরকার।'' আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের ভাগ থাকলেও প্রচার করছেন নরেন্দ্র মোদী। এমন দাবি করে এরাজ্যে ওই প্রকল্পকে সবুজ সংকেত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের বৈঠকের পর রাজ্যপালের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। তখন তৃণমূল নেত্রী বলেন,''বিজেপির পার্টি ম্যানকে নিয়ে আমায় কোনও প্রশ্ন করবেন না। আমি উত্তর দেব না।''    

বিস্তারিত আসছে...

.