মাঝেরহাট সেতু ভেঙে মৃত বেহালার বাসিন্দা সৌমেন
সোমেনের মৃত্যুতে শোকের ছায়া শীলপাড়ায়। পথে বেরিয়ে তরতাজা ছেলেটার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
![মাঝেরহাট সেতু ভেঙে মৃত বেহালার বাসিন্দা সৌমেন মাঝেরহাট সেতু ভেঙে মৃত বেহালার বাসিন্দা সৌমেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/04/139368-death982136.jpg)
নিজস্ব প্রতিবেদন: পথে বেরিয়ে বেঘোরে গেল প্রাণটা। মঙ্গলবার মাঝেরহাট সেতু ভেঙে মৃত্যু হল একজনের। মৃত সৌমেন বাগ বেহালার শীলপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে মাঝেরহাট সেতু ভেঙে আহত হন অন্তত ১৯ জন। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে একে একে পাঠানো হয় হাসপাতালে। সেখানে সৌমেন (২৮)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
সোমেনের মৃত্যুতে শোকের ছায়া শীলপাড়ায়। পথে বেরিয়ে তরতাজা ছেলেটার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
মাঝেরহাট ব্রিজ ভেঙে হতাহতদের টুইটে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার বিকেলের ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৪ জন এসএসকেএম ও ২ জন সিএমআরআই হাসপাতালে চিকিত্সাধীন।