Kolkata Police: নিজের অপহরণের গল্প ফেঁদে পুলিসের জালে সেনাকর্মী
রবিবার বিকেলে লালবাজার অপরাধ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। জানা যায় অরুণ গুলেরিয়া নামে এক ব্যক্তি আলিপুর কম্যান্ড হাসপাতালের সামনে থেকে অপহৃত হয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে অত্যধিক মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তির খোঁজ পায় গোয়েন্দা বিভাগ ও গুন্ডা দমন শাখার আধিকারিকরা।
অয়ন ঘোষাল: মদ্যপ অবস্থায় নিজের অপহরণের গল্প ফেঁদে পরিবারের কাছে মুক্তিপনের নামে ৪০ হাজার টাকা হাতাতে গিয়ে পুলিসের জালে সেনাকর্মী।
রবিবার বিকেলে লালবাজার অপরাধ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। জানা যায় অরুণ গুলেরিয়া নামে এক ব্যক্তি আলিপুর কম্যান্ড হাসপাতালের সামনে থেকে অপহৃত হয়েছেন।
আরও পড়ুন: Kolkata Metro: সুড়ঙ্গে বিদ্যুৎ বিভ্রাট! চিন্তা নেই আটকে থাকার
কয়েক ঘণ্টার মধ্যেই রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে অত্যধিক মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তির খোঁজ পায় গোয়েন্দা বিভাগ ও গুন্ডা দমন শাখার আধিকারিকরা।
জানা যায়, হিমাচল প্রদেশের বাসিন্দা ওই ব্যাক্তি সেনাবাহিনীর শিখ রেজিমেন্ট-এর অরুণাচল প্রদেশ সেক্টরের একজন রন্ধনকর্মী। শনিবার কলকাতার কম্যান্ড হাসপাতালে তিনি চিকিৎসার জন্য এসেছিলেন। ডাক্তার দেখানো হয়ে গেলে নিজেই রফি আহমেদ কিদোয়াই রোডের ওই হোটেলে ঘর বুক করেন।
আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি সম্পূর্ণ রেড রোডে
এরপরে নেশার ঘোরে নিজেই বাড়ির লোককে ফোন করে অপহরণের গল্প ফাঁদেন এবং মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দিতে বলেন।
নিউ মার্কেট থানা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে তাকে সেনা কতৃপক্ষের হাতে তুলে দিতে চলেছে বলে জানা গিয়েছে।