২৪ সপ্তাহের যোধপুরপার্কের সেই অন্তঃসত্ত্বার গর্ভপাতের পক্ষে রায় হাইকোর্টের
২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের নির্দেশ দিল হাইকোর্ট। এসএসকেএম-এই গর্ভপাত করাতে পারবেন যোধপুর পার্কের সেই গৃহবধূ।
নিজস্ব প্রতিবেদন: ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের নির্দেশ দিল হাইকোর্ট। এসএসকেএম-এই গর্ভপাত করাতে পারবেন যোধপুর পার্কের সেই গৃহবধূ। সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী গর্ভপাতের পক্ষে রায় দেন। এসএসকেএমের প্রসূতি বিভাগের চিকিত্সক পিএস চক্রবর্তীর তত্ত্বাবধানে গর্ভপাত করতে হবে বলে নির্দেশ বিচারপতির। মঙ্গলবারই হাসপাতালে ভর্তি হচ্ছেন গৃহবধূ। আদালতের আরও নির্দেশ, গর্ভপাতের পর মেডিক্যাল রিপোর্ট জমা করতে হবে। গত শুক্রবার ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলার মেডিক্যাল টেস্টের নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার পরীক্ষা হয়। সোমবার রিপোর্ট দেখার পর রায় দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: আমাদের পর ওকে দেখবে কে? অসুস্থ গর্ভস্থ ভ্রূণের গর্ভপাত করাতে চেয়ে হাইকোর্টে দম্পতি
ভ্রূণের বৃদ্ধি অস্বাভাবিক। তার মস্তিষ্ক স্বাভাবিক নিয়মে তৈরি হচ্ছে না। তাই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের কড়া নেড়েছিলেন যোধপুর পার্কের দম্পতি। সেই মামলার শুনানিতে গত শুক্রবার অন্তবর্তী নির্দেশ দিল কলকাতা। শনিবারই রাজ্যের বিশেষ মেডিক্যাল বোর্ড আবেদনকারীর মেডিক্যাল টেস্ট করা হয়।
আরও পড়ুন: অমানুষ! ১৬ কুকুরছানাকে পিটিয়ে খুন, NRS-এ তৈরি হল তদন্ত কমিটি
এমন আবেদন নিয়ে আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনেকে। সেই সওয়াল-জবাবে তত্কালীন সলিসিটর জেনারেল জানান, এমন ক্ষেত্রে বৃহত্তর প্রেক্ষাপটের কথা মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা-ই অগ্রাধিকার পাবেন। এমন ঘটনা খতিয়ে দেখার জন্য প্রত্যেক জেলায় বিশেষ মেডিক্যাল বোর্ড থাকা উচিত। প্রসঙ্গত, ২০১৭-র অগস্টে এ রাজ্যেও মেডিক্যাল বোর্ড গঠিত হয়।
গর্ভধারণের ২০ সপ্তাহের পর গর্ভপাত করা ভারতের আইন অনুসারে নিষিদ্ধ। এক্ষেত্রে ২০ সপ্তাহ পেরনোর পরই ভ্রূণের অস্বাভাবিকতার কথা জানতে পেরেছে দম্পতি। বিশেষ আর্জি নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।