ফেসবুক-টুইটারে সিপিআইএম-এর দলীয় কোন্দল

সোশ্যাল হওয়ার নামে কিছু তরুণ নেতাকর্মী যথেচ্ছাচার শুরু করেছেন বলে অভিযোগ। ফেসবুক-টুইটারে প্রকাশ হয়ে পড়ছে দলীয় কোন্দল, যা CPM-এর মতো দলে একেবারেই কাঙ্খিত নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের সাম্প্রতিক একটি বই থেকে অংশ তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন কিছু তরুণ নেতা। তা নিয়ে দলীয় নেতৃত্ব শুধু অস্বস্তিতে নয়, রীতিমতো বিরক্তও।

Updated By: Feb 20, 2017, 04:01 PM IST
ফেসবুক-টুইটারে সিপিআইএম-এর দলীয় কোন্দল

ওয়েব ডেস্ক: সোশ্যাল হওয়ার নামে কিছু তরুণ নেতাকর্মী যথেচ্ছাচার শুরু করেছেন বলে অভিযোগ। ফেসবুক-টুইটারে প্রকাশ হয়ে পড়ছে দলীয় কোন্দল, যা CPM-এর মতো দলে একেবারেই কাঙ্খিত নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের সাম্প্রতিক একটি বই থেকে অংশ তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন কিছু তরুণ নেতা। তা নিয়ে দলীয় নেতৃত্ব শুধু অস্বস্তিতে নয়, রীতিমতো বিরক্তও।

ঋতব্রত ভট্টাচার্যের সাম্প্রতিক বিতর্ককে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিপদ হিসেবেই তুলে ধরছেন পুরাতনপন্থীরা। বাম বাঙালি আড্ডা নামে যে ফেসবুক গ্রুপ থেকে ঋতব্রতের ছবি ভাইরাল হয়েছে তা CPM সমর্থকদেরই গোষ্ঠী। SFI ও DYFI-এর সমর্থকমণ্ডলীর বহু সদস্য এই গ্রুপে রয়েছে। (আরও পড়ুন- আফগানিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক' পাকিস্তানের)

.