ফাঁকা জমি থেকে উদ্ধার প্লাস্টিক ভর্তি নরকঙ্কাল, আতঙ্ক হরিদেবপুরে

হরিদেবপুরে প্লাস্টিকের মধ্যে কঙ্কাল উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Updated By: Nov 4, 2019, 05:25 PM IST
ফাঁকা জমি থেকে উদ্ধার প্লাস্টিক ভর্তি নরকঙ্কাল, আতঙ্ক হরিদেবপুরে

নিজস্ব প্রতিবেদন: প্লাস্টিক ভর্তি কঙ্কাল ঘিরে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়। সোমবার সকালে দেখা যায়, হরিদেবপুরের সত্যেনপার্কের একটি জমিতে   খোলা পড়ে রয়েছে মানুষের হাড়গোড়। প্লাস্টিকের মধ্যে কঙ্কাল উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, নির্মাণ কার্যের জন্য ৪ মাস আগে ওই ৪ কাটা জমিতে ভিত পুজো করা হয়। তারপর আর নজর দেওয়া হয়নি জমিতে। ফের নির্মাণ কাজ শুরুর তোড়জোড় হতেই সামনে আসে ঘটনা। সোমবার সকাল ৮ টা নাগাদ জমি পরিস্কার করার সময়ে মানুষের মাথার খুলিসহ হাড়গোড় শ্রমিকদের নজরে আসে। এরপরেই স্থানীয় বাসিন্দাদের খবর দেন সাফাই কর্মীরা। খবর পৌঁছয় হরিদেবপুর থানাতেও। 

আরও পড়ুন: ফাঁকা বাড়িতে প্রেমিকাকে ডেকে পাঠায় প্রেমিক, ফাঁদে পা দিতেই গণধর্ষণের শিকার যুবতী!

স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন আগে পচা গন্ধ পেলেও তা খুব বেশি জোরালো না হওয়ায় আমল দেননি কেউই। ইতিমধ্যেই এলাকা ঘিরে দিয়েছে হরিদেবপুর থানার পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান মানুষেরই হাড়গোড় সেগুলি। কোথা থেকে এই কঙ্কাল এল, কারাই বা ফেলে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে। এটি কোনও পরীক্ষাগারের কঙ্কাল কিনা তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিস। ডিএনএ টেস্ট করে জানার চেষ্টা চালানো হচ্ছে। 

Tags:
.