জ্ঞানেশ্বরীকাণ্ডে নয়া মোড়! 'মৃত' অমৃতাভই 'জীবিত' হয়ে ফিরে আসেন, দ্বন্দ্বে CBI

জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় প্রতারণার দায়ে ধৃত অমৃতাভ চৌধুরি ও তাঁর বাবার হাজিরা এবং স্বীকারোক্তি নিয়ে এবার দ্বন্দ্বে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাই। 

Updated By: Jun 20, 2021, 07:46 PM IST
জ্ঞানেশ্বরীকাণ্ডে নয়া মোড়! 'মৃত' অমৃতাভই 'জীবিত' হয়ে ফিরে আসেন, দ্বন্দ্বে CBI

নিজস্ব প্রতিবেদন: জ্ঞানেশ্বরীকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়! রবিবার নিজাম প্যালেসে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় প্রতারণার দায়ে ধৃত অমৃতাভ চৌধুরি ও তাঁর বাবার হাজিরা এবং স্বীকারোক্তি নিয়ে এবার দ্বন্দ্বে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাই। এদিন নিজাম প্যালেসে ডেকে পাঠানোর পর অমৃতাভের জোড়াবাগানের বাড়িতেও পরিচয় যাচাইয়ের কাজ চালান তদন্তকারীরা।

সূত্রের খবর সিবিআই অফিসারদের অমৃতাভ জানান যে, তিনি ২০১৭ সালে হঠাৎ ফিরে আসেন। পরিবারের কাছে এমনটাই দাবি করেন অমৃতাভ। তিনি জানান যে দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে তাঁর। তাই এত বছর কোথায় ছিলেন তা মনে নেই। সিবিআইয়ের কাছে অমৃতাভ এও দাবি করছেন যে তিনিই 'আসল' অমৃতাভ। 

আরও পড়ুন, 'বাংলা ভাগ চায় না বিজেপি', সাংসদ জন বার্লার উল্টো সুর Dilip-এর গলায়

যদিও তাঁর এই স্বীকারোক্তি এখনই মানতে নারাজ সিবিআই অফিসাররা। তাঁদের বক্তব্য, সেটাই যদি হয় তাহলে ডেথ সার্টিফিকেট কোথা থেকে জমা দিল পরিবার? অমৃতাভের দাবি, এ বিষয়ে কিছু জানে না সে। কারণ তাঁর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। ফলে ‘মৃত’ অমৃতাভই তিনি? নাকি ভুয়ো পরিচয়ে নিয়ে এসে অমৃতাভর বৃদ্ধ বাবাকে ঠকাচ্ছেন? তা নিয়ে ধাঁধায় তদন্তকারী অফিসাররাই।
 
সিবিআই সূত্রে খবর আজ রাতভর অমৃতাভকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। অমৃতাভর বাবার দাবি, তিনি ডিএনএ নমুনা দেন। তাতে মিলে যায় ছেলের ডিএনএ। সেই প্রেক্ষিতেই চাকরি, ক্ষতিপূরণ পায় চৌধুরি পরিবার। তারপর হঠাৎই ফিরে আসেন অমৃতাভ।

.