বাচ্চা জিরাফই এখন আলিপুর চিড়িয়াখানার প্রধান আকর্ষণ

জন্ম হয়েছিল তেরোই ফেব্রুয়ারি। তারপর থেকে বাবা-মায়ের কাছেই ছিল।  আজই তার প্রথম  দেখা পাওয়া গেল। আলিপুর চিড়িয়াখানার প্রধান আকর্ষণ এখন এই বাচ্চা জিরাফ। প্রথম দিনেই নানা কেরামতি দেখাল ছোট্ট জিরাফটি। লাফিয়ে-ঝাঁপিয়ে বড়দের মাঝে সে দিব্যি নজর কেড়ে নিল।

Updated By: Mar 10, 2017, 09:28 PM IST
বাচ্চা জিরাফই এখন আলিপুর চিড়িয়াখানার প্রধান আকর্ষণ
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: জন্ম হয়েছিল তেরোই ফেব্রুয়ারি। তারপর থেকে বাবা-মায়ের কাছেই ছিল।  আজই তার প্রথম  দেখা পাওয়া গেল। আলিপুর চিড়িয়াখানার প্রধান আকর্ষণ এখন এই বাচ্চা জিরাফ। প্রথম দিনেই নানা কেরামতি দেখাল ছোট্ট জিরাফটি। লাফিয়ে-ঝাঁপিয়ে বড়দের মাঝে সে দিব্যি নজর কেড়ে নিল।

এদিকে, সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে দুদিনের বৃষ্টি। সাধারণত মার্চে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই রেকর্ড ছাপিয়ে এই দুদিনে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। জোড়া ঘূর্ণাবর্ত ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। এই ত্রিফলায় এখনও দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দোলের দিন থেকে ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতির। (আরও পড়ুন- জমজমাট দোল বাজারের বিশেষ আকর্ষণ 'আবির পটকা')

 

.