ধর্ম নিয়ে প্রচার করি না, মাকে যে ভালবাসে সে বাইরে গিয়ে বলে না: মমতা

১ অক্টোবর রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

Updated By: Sep 27, 2019, 11:47 PM IST
ধর্ম নিয়ে প্রচার করি না, মাকে যে ভালবাসে সে বাইরে গিয়ে বলে না: মমতা

নিজস্ব প্রতিবেদন: বাংলায় দুর্গাপুজোয় বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এসে প্রতিটি সভায় নিয়ম করে বলে গিয়েছেন বিজেপির অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী। হিন্দুস্তান ক্লাবের পুজোয় গিয়ে বিজেপির হিন্দুত্বের রাজনীতির প্রসঙ্গ না তুলেই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,''ধর্ম নিয়ে প্রচার করি না। মাকে যে ভালবাসে সে বাইরে গিয়ে বলে না।''

১ অক্টোবর রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা তাঁর। মহালয়ার ঠিক আগের দিন বিজেপির নাম না করে ধর্ম-রাজনীতিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতি যে ভিন্ন, তাও বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। আর তাঁর দুর্গাভক্তি নিয়ে যে প্রশ্ন উঠেছে, তারও মোক্ষম জবাব দিলেন মমতা। হিন্দুস্তান ক্লাবের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, ''পুজোর সময় রাজনীতি করি না। কুতসা, অপপ্রচার দিয়ে ষড়যন্ত্রের জাল বোনে। আমার তাঁদের পছন্দ নয়। ৩৬৫ দিন করো, আমায় গালি দাও। মায়ের মুখ দেখে একটু হাসতে ইচ্ছে করে না? সবাই যাতে মাকে ভালবাসে সেটা ইচ্ছে করে না। ধর্ম নিয়ে প্রচার করি না। মাকে যে ভালবাসে সে বাইরে গিয়ে বলে না। বারবার অগ্নিপরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় না। সীতার অগ্নিপরীক্ষা বারবার হয় না।''

পুজোর দিনগুলিতে রাজনীতিবর্জিত সুস্থ সংস্কৃতি মেনে চলা উচিত বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শেষে মন্ত্রপাঠও করেন। 

মহালয়ার আগের দিন থেকে পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাতিবাগান, চালতাবাগান ও হিন্দুস্তান ক্লাবের পুজোমণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন- ষষ্ঠ বেতন কমিশন লাগু, ৪ বছরের বকেয়া পাচ্ছেন না সরকারি কর্মীরা, স্পষ্ট করল নবান্ন

.