সপ্তমীতে জনপ্লাবন
সপ্তমীর রাতেও শহরের বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল। রাত এগারোটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে,একডালিয়ায় দর্শনার্থীর সংখ্যা ছিল চল্লিশ হাজার। সুরুচি সংঘে তিরিশ হাজার।
Updated By: Oct 3, 2011, 07:51 PM IST
সপ্তমীর রাতেও শহরের বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল। রাত এগারোটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে,একডালিয়ায় দর্শনার্থীর সংখ্যা ছিল চল্লিশ হাজার। সুরুচি সংঘে তিরিশ হাজার। যোধপুর পার্কে দর্শনার্থীর সংখ্যা ছিল পনেরো হাজার। বাবুবাগানে দশ হাজার। মহম্মদ আলিপার্কে ভির করেছিলেন পঞ্চাশ হাজার মানুষ। কলেজ স্কোয়্যারে ভিরটা ছিল তুলনায় একটু বেশি, তিয়াত্তর হাজার। সন্তোষ মিত্র স্কোয়্যারে দর্শক সমাগম ছিল তিরিশ হাজারেরও কিছু বেশি। পার্ক সার্কাসে দশ হাজার। আহিরীটোলায় কুড়ি হাজার। তেলেঙ্গাবাগানে পঁচিশ হাজার। দমদম পার্ক তরুণ সংঘে কুড়ি হাজার। শ্রীভূমিতে দর্শক সংখ্যা ছিল কুড়ি হাজার।