Kalyan Banerjee suspended: 'সাসপেন্ড' কল্যাণ সহ ১০, ওয়াকফ বিল বৈঠক নিয়ে 'বিস্ফোরক' তৃণমূল সাংসদ!
বারবার ধরে ফোন আসছিল। আমাদের সাসপেন্ড করার সময়ও ফোন এসেছিল। তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোন ধরছিলেন।
রাজীব চক্রবর্তী: 'সাসপেন্ড' কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়! ওয়াকফ বিল সংক্রান্ত আলোচনায় তুমুল বিশৃঙ্খলা। যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মোট ১০ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, এদিন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে জেপিসির বৈঠক ও জেপিসির কাজ প্রসঙ্গে আপত্তি তোলা হয়। বিরোধিতা থেকে শুরু হয় বাদানুবাদ। এরপরই বৈঠকে গন্ডগোলের জেরে কল্যাণ সহ ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। এমনকি বৈঠকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মার্শাল পর্যন্ত ডাকতে হয়।
সারাদিনের মতোই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অফ ওয়াকফ অ্যামেন্ডনমেন্ট বিল ২০২৪-এর বৈঠক থেকে সাসপেন্ড ১০ সাংসদ। সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, মহম্মদ জাওয়েইদ, আসাদউদ্দিন ওয়াইসি, নাসির হুসেইন, মোহিবুল্লাহ, এম আবদুল্লাহ, অরভিন্দ সাওয়ান্ত, নাদিমুল হক ও ইমরান মাসুদ। বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি-নীতি মানা হচ্ছে না। সরকার আগে থেকেই নিজের অবস্থান ঠিক করে আসছে। আর সেই অনুযায়ী-ই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এই বৈঠক লোক দেখানো। সরকার নিজেদের মতামতকেই চূড়ান্ত রিপোর্ট হিসেবে দেখাচ্ছে।
সাসপেন্ড হওয়ার পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,"ওয়াকফের যৌথ সংসদীয় কমিটির মিটিং চলাকালীন চেয়ারম্যানের কাছে বারবার ধরে ফোন আসছিল। আমাদের সাসপেন্ড করার সময়ও ফোন এসেছিল। তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোন ধরছিলেন। এর থেকেই প্রমাণিত তিনি বাইরে থেকে চালিত হচ্ছেন। সংসদে অঘোষিত জরুরি অবস্থা চলছে। স্পিকারকে বলেও কোন লাভ নেই। সবকিছু চালাচ্ছেন দু'জন। আপনারা বুঝে নিন কোন দু'জন। গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। এই কমিটির চেয়ারম্যানের কোনও মেরুদন্ড নেই। জেপিসির নামে সবকিছু ফার্স।"
আরও পড়ুন, Hyderabad Shocker: স্ত্রীর লাশ গুম করতে 'কেটে কেটে' প্রেশার কুকারে 'রান্না' স্বামীর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)