Mamata Banerjee vs Suvendu Adhikari: 'অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব' , শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ মমতার‌

Mamata Banerjee vs Suvendu Adhikari: বিধানসভায় সংঘাত তুঙ্গে।

Updated By: Feb 18, 2025, 06:26 PM IST
Mamata Banerjee vs Suvendu Adhikari: 'অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব' , শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ মমতার‌

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'যদি প্রমাণ করতে পারেন, মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব'। বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারী মুসলিম লিগ মন্তব্যে এবার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে বললেন,  'আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব, একথা আপনি বলতে পারেন কিনা। যদি আমি জঙ্গি হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন'।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'কুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে', বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী...

এদিন বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে বলেছে, আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি। আর আমি মুসলিম লিগ করি। আমাকে এই বয়েসে এসে শুনতে হবে। এত সংগ্রাম করার পর শুনতে হবে যে, কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক! বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলার মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন, মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব, একথা আপনি বলতে পারেন কিনা। যদি আমি জঙ্গি হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন'।
 

এর আগে, গতকাল সোমবার রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে  সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সাসপেন্ড করা হয় খোদ বিরোধী দলনেতা শুভেন্দু-সহ বিজেপি ৩ বিধায়ককে। মুখ্যমন্ত্রী বলেন, বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলের পুজো হয়েছে। সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত ২ কোটি পরিবারও যদি ধরে নেন, একটা পরিবারে যদি ৩-৪ জনও থাকে। ক্লাব যদি ধরে নেন, ৩-৪ কোটি পুজো হয়েছে, সরস্বতী পুজো।

মুখ্যমন্ত্রী কথায়, 'একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আমাকে কলঙ্কিত করলেন। বাংলাকে কলঙ্কিত করলেন। হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। সেখানেও পুজো হয়েছে।  আমি যোগেশচন্দ্র ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না।  আমি যোগমায়া দেবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র ল কলেজে পড়তাম। যেহেতু ওখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, একটা জায়গায় রাবিশ পড়েছিল। তাই ওরা বলেছিল, গেটের সামনে না একটু সরিয়ে নাও। ওরা গেটের ভিতরে করতে চেয়েছিল। তারপরই কোর্টেও যায়। কোর্টে নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে'।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ, 'আপনি আজকে সাফাই দিয়েছেন, ব্রাহ্মণ বাড়ির সন্তান, ব্য়ানার্জি নাম। যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আপনার বক্তব্য় একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু। কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নন। আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না। এসব চেষ্টা করেছেন,  কিন্তু  স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে'।

কীভাবে? শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন যে, ওরা সামলে আছে। ওরা যদি রাস্তায় নামে প্রতিবাদ করে, আপনি সামালে পারবেন তো। আপনি কী বলতে চাইছেন? আপনি পুলিসমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসকদলের সুপ্রিমো'। সঙ্গে হুঁশিয়ারি,  মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুমকি দিয়েছেন। আমি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রককে ব্যবস্থা নিতে বলব। যেহেতু আমার নিরাপত্তা কলকাতা হাইকোর্ট দিয়েছে  কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিপিং নিয়ে গিয়ে...আমার শরীরে, জামায়, কেশ্রাগ্রতে যদি স্পর্শ করে, তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'।

আরও পড়ুন:   Kolkata Sexual Assault: শোভাবাজারে শিশুকে নৃশংস ধর্ষণ! সবক শেখাতে 'বর্বর' রাজীবকে ফাঁসির সাজা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.