পণ্ডিতিয়াকাণ্ডে CCTV ফুটেজে নয়া তথ্য

পণ্ডিতিয়াকাণ্ডে CCTV ফুটেজে মিলল নয়া তথ্য। দুর্ঘটনাস্থল থেকে কুড়ি মিটার দূরের ক্লোস সার্কিট ক্যামেরায় ধরা পড়া সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

Updated By: Sep 20, 2016, 10:34 AM IST
পণ্ডিতিয়াকাণ্ডে CCTV ফুটেজে নয়া তথ্য

ওয়েব ডেস্ক : পণ্ডিতিয়াকাণ্ডে CCTV ফুটেজে মিলল নয়া তথ্য। দুর্ঘটনাস্থল থেকে কুড়ি মিটার দূরের ক্লোস সার্কিট ক্যামেরায় ধরা পড়া সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি কখনওই সমান্তরালভাবে ছিল না। দূরের CCTV ফুটেজের ছবি খুবই অস্পষ্ট। তবে সেই ফুটেজেও রেষারেষিরও কোনও প্রমাণ মেলেনি।  হদিশ মিলেছে ঘটনার তিন প্রত্যক্ষদর্শীর। সম্ভবত আজই তাঁদের জেরা করবেন তদন্তকারীরা। আহত দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এখনও অধরা মূল অভিযক্ত।

আরও পড়ুন, কলকাতায় ফের গতির বলি, পণ্ডিতিয়া প্লেসে যুবকে পিষে দিল উদ্ধত মার্সিডিজ

পণ্ডিতিয়ার আবাসনে হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার

মার্সিডিজের তিন আরোহী চিহ্নিত হলেও কেন তাঁদের ধরতে পারছে না পুলিস? উঠছে প্রশ্ন

.