Abhijit Gangopadhyay: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত'

'অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। আলিপুর আদালতের বিচারককে চিঠি দিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ।

Updated By: Apr 13, 2023, 04:45 PM IST
Abhijit Gangopadhyay: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত'

অর্ণবাংশু নিয়োগী: 'অভিষেকের ভাষণ থেকে ক্লু পেয়েছেন'? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে এবার সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত'।

মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন কুন্তল। অভিযোগ,  চাকরি দেওয়ার নামে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছেন তিনি। দুটি ফ্ল্যাটে তল্লাশি ও ম্যারাথন জেরার পর, কুন্তলকে গ্রেফতার করেছে ইডি। 

এদিকে গত ৬ এপ্রিল ধৃতকে যখন আলিপুর আদালতে পেশ করা হয়, তখন বিচারক একটি চিঠি দেন কুন্তল। চিঠিতে তাঁর অভিযোগ, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। এর আগেও, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জোর করে নেতাদের বিরুদ্ধে জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টার অভিযোগ করেছিলেন তিনি।

আরও পড়ুন: TET: টেট মামলায় বড় রায়! প্রত্যেক পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ

বিচারপতিকে কেন চিঠি? পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপজ্জনক ট্রেন্ড দেখা যাচ্ছে এ রাজ্যে। অভিযুক্তদের 'ওভার স্মার্ট' অ্যাকশনের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার। শুধু তাই নয়, কুন্তল ঘোষে চিঠিটি দেখতেও চায় তারা।

এদিন হাইকোর্টে মামলাটি শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আদালতের মতে, 'চলতি বছরের ২৯ মার্চ একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর নাম বলার জন্য় চাপ দিচ্ছেন তদন্তকারীরা। সেই ভাষণ থেকে কুন্তল ঘোষ  ক্লু পেয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা দরকার'।

আগামী ২০ এপ্রিল হাইকোর্টের প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিবিআই ও ইডি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.