বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ঢাকে কাঠি

রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়ল।একডালিয়া এভারগ্রিন দিয়েই শুরু হল প্রতিযোগিতার।  দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের পুজোকেও সম্মান জানাবে রাজ্য সরকার। প্রতিযোগিতায় থাকছে জেলা ও কলকাতার পুজো।  চতুর্থী থেকেই পুজো পরিদর্শনে বেরিয়ে পড়বেন বিচারকরা।  ষষ্টির দিন জানা যাবে প্রতিযোগিতার ফলাফল।

Updated By: Sep 27, 2014, 12:41 PM IST
বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ঢাকে কাঠি

 কলকাতা: রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়ল।একডালিয়া এভারগ্রিন দিয়েই শুরু হল প্রতিযোগিতার।  দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের পুজোকেও সম্মান জানাবে রাজ্য সরকার। প্রতিযোগিতায় থাকছে জেলা ও কলকাতার পুজো।  চতুর্থী থেকেই পুজো পরিদর্শনে বেরিয়ে পড়বেন বিচারকরা।  ষষ্টির দিন জানা যাবে প্রতিযোগিতার ফলাফল।

 শারদোত্‍সবে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের। শুধু কলকাতা বা জেলা নয়, এই প্রথম ভিন রাজ্য, এমনকি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তের দুর্গাপুজোকেও সম্মানিত করবে তথ্য সংস্কৃত দফতর। রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় মোট তেরশো পুজো কমিটি  নাম নথিভুক্ত করেছে। কলকাতা ও জেলার বিভিন্ন পুজো কমিটি তো রয়েছেই। প্রতিযোগিতায় সামিল  আমেরিকা, বাংলাদেশ, বাহারিন এবং লন্ডনের একাধিক পুজো কমিটিও। কলকাতার পুজোগুলিকে ছটি জোনে ভাগ করা হয়েছে। মোট আটচল্লিশ জন বিচারকের প্রতিযোগিতার সেরা পুজো বাছাই করবেন। আঠাশ থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় পরিদর্শনে বেরবেন বিচারকরা।

কলকাতার জন্য থাকছে দশটি বিভাগে পুরস্কার।   সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা আবিষ্কার, সেরা আবহ, সেরা প্রতিমাশিল্পী, সেরা বিশ্ববাংলা উপস্থাপনা, সেরা ঢাকিশ্রী। প্রতিটি বিভাগের জন্য থাকছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। মোট পুরস্কার তিরিশটি। এর সঙ্গে থাকছে সেরার সেরা পুরস্কার।

প্রতিটি জেলার জন্য থাকছে সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এই তিনটি  পুরস্কার। সব মিলিয়ে উনিশটি জেলার সাতান্নটি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হবে। শুধু কলকাতা বা জেলাই নয়।  পুরস্কারের জন্য বেছে নেওয়া হবে দেশের সেরা দশটি পুজোকে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের দশটি সেরা পুজোকেওসম্মান জানাবে রাজ্য সরকার। ষষ্ঠীর দিন ঘোষণা করা হবে  শারদ সম্মান দু হাজার চোদ্দর বিজয়ীদের নাম।  অক্টোবরের শেষে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

 

.