রেল খাতে এবার বাংলার প্রাপ্তি দ্বিগুণ
রেল বাজেট হতাশ করেনি বাংলাকে। গতবারের তুলনায় এবারে বাংলার জন্য বরাদ্দ বেড়েছে অনেক। যদিও, ৯২ বছরের প্রথা ভেঙে এবারই কেন্দ্রীয় বাজেট ও রেল বাজেটকে সংযুক্ত করা হয়েছে। ফলে পৃথক রেল বাজেট করা হয়নি।
ওয়েব ডেস্ক : রেল বাজেট হতাশ করেনি বাংলাকে। গতবারের তুলনায় এবারে বাংলার জন্য বরাদ্দ বেড়েছে অনেক। যদিও, ৯২ বছরের প্রথা ভেঙে এবারই কেন্দ্রীয় বাজেট ও রেল বাজেটকে সংযুক্ত করা হয়েছে। ফলে পৃথক রেল বাজেট করা হয়নি।
আরও পড়ুন- রেলের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী, 'নোট' নিলেন রেলমন্ত্রী!
তবে, পরিস্থিতি যাই হোক, এবারের রেল খাতে বাজেটে বাংলার জন্য গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। এবারের বরাদ্দ ৬৩৩৬ কোটি টাকা। গতবার বরাদ্দ হয়েছিল ৩৮২০ কোটি টাকা। যদিও কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরনো প্রকল্পেই অতিরিক্ত টাকা বরাদ্দ হল নাকি নতুন প্রকল্প জুটছে বাংলার কপালে, তা জানা যায়নি। শুক্রবারই তা স্পষ্ট হবে।