Amit Shah: কাটমানির বাংলায় হাওয়া চটি ভাঁওতা! আইটি সেলের বৈঠকে শাহ-বান

'লোকসভা ভোটে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি সাইবার যোদ্ধারা সিদ্ধান্ত নেন, তাহলে যেকোনও খবরের কাগজ বা চ্য়ানেলে থেকে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যাব। মোদীজির জয় কেউ আটকাতে পারবে না'।

Updated By: Dec 26, 2023, 10:06 PM IST
Amit Shah: কাটমানির বাংলায় হাওয়া চটি ভাঁওতা! আইটি সেলের বৈঠকে শাহ-বান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাংলায় কাটমানির টাকা বিদেশে বাড়ি কেনা হচ্ছে, কিন্তু সেই একই লোক হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছে'।  কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। বললেন, 'মানুষকে আর ভুলিয়ে রাখা যাবে না। মানুষ এবার সবকিছুর হিসেব চাইবে'। 

আরও পড়ুন:  Amit Shah: '২০২৪ সালে বিজেপি পশ্চিমবঙ্গে ৩৫-র বেশি আসন পাবে'!

শিয়রে লোকসভা ভোট। বছর শেষ হওয়ার আগেই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। স্রেফ বঙ্গ বিজেপি নেতারাই নন, দলের আইটি সেলের সদস্যদের সঙ্গেও বৈঠক করলেন দু'জনে। বৈঠকে আমন্ত্রিত ছিলেন কয়েকজন জনপ্রিয় ব্লগারও। কবে? আজ মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে।

আইটি সেলের বৈঠকে শাহি বার্তা
--------------
২০২৪-এ বাংলা থেকে ৩৫টির বেশি আসনে জিতবে বিজেপি।

লোকসভা ভোটে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি সাইবার যোদ্ধারা সিদ্ধান্ত নেন, তাহলে যেকোনও খবরের কাগজ বা চ্য়ানেলে থেকে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যাব। মোদীজির জয় কেউ আটকাতে পারবে না।

২০১৫ সালের আগে পর্যন্ত দিদি বিজেপিকে হাল্কাভাবে নিত। বাংলার বিজেপি কর্মীরা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন, শহিদ পর্যন্ত হয়েছেন।  আমাদের একজন বিধায়কও ছিল না। এখন আমাদের ৭৭ জন বিধায়ক, ২০ জন সাংসদ। আমরা যদি শূন্য় থেকে ৭৭ হতে পারি, তাহলে সরকারও গঠন করতে পারব।

একসময়ে বাংলা সবদিক থেকেই দেশকে নেতৃত্ব দিত। এখন সেই বাংলাই কাটমানি, সিন্ডিকেট, অনুপ্রবেশ, পরিরারতন্ত্র, দুর্নীতি আর বিস্ফোরণের জন্য় পরিচিত হয়ে উঠেছে। বাংলা থেকে ৩৫ আসন দিন, মোদীজি সোনার বাংলা গড়বেন। 

দিদির জমানায় বাংলায় উন্নয়ন থমকে গিয়েছে। কারণ, তিনি ভয় পাচ্ছেন, মোদীজির উন্নয়নমূলক প্রকল্প যদি বাংলার চালু হয়ে যায়, তাহলে বিজেপি জনপ্রিয়তা বেড়ে যাবে। দশ বছরে ইউপিএ সরকার বাংলাকে ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দিয়েছিল। মোদী সরকার ৯ বছরে ৭ লক্ষ ১৭ হাজার কোটি টাকা দিয়েছে। দিদিকে প্রত্য়েকটার পয়সা হিসেবে দিতে হবে।

বাদ যায়নি সংসদের কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি ও মহুয়া মৈত্রের প্রসঙ্গও। আইটি সেলের বৈঠকে শাহ বলেন, 'দিদির সাংসদ উপহারের বিনিময়ে ব্যবসায়ীকে পাস দিয়েছেন। দিদি এখন সেই সাংসদকে বাঁচানোর চেষ্টা করছেন। গবির মানুষদের ক'টা প্রশ্ন করেছেন? কখনই করবে না, কারণ, গরিবরা দামী উপহার দিতে পারেন না। আর এক সাংসদ উপরাষ্ট্রপতিকে নকল করেন! এটা কি একজন সাংসদের আচরণ'?

 

চুপ করে থাকেনি তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'বাংলাকে তো ন্যয্য় অধিকারটুকু দেবে। কেউ তো দয়া চাইছে না। সোনার বাংলার পরে গড়বেন। সোনার বাংলা, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর, বাম জমানা অন্ধকারকে কাটিয়ে সোনার বাংলাটা তৈরি করে দিয়েছেন। এসব কথা পরে ভাববেন আগে বাংলা ন্যায্য টাকাটা দিন'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.