Abhishek Banerjee: কুন্তল ঘোষ চিঠি মামলায় রায়কে চ্যালেঞ্জ, কী বললেন অভিষেক?
অভিষেকের আবেদন খারিজ হয়ে গিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। সঙ্গে ২৫ লক্ষ টাকা জারিমানাও! 'ডিভিশন বেঞ্চেও আপিল করতে পারি, সুপ্রিম কোর্টেও আপিল করতে পারি', বললেন অভিষেক।
![Abhishek Banerjee: কুন্তল ঘোষ চিঠি মামলায় রায়কে চ্যালেঞ্জ, কী বললেন অভিষেক? Abhishek Banerjee: কুন্তল ঘোষ চিঠি মামলায় রায়কে চ্যালেঞ্জ, কী বললেন অভিষেক?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/18/421326-banerjee.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে'। কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন তিনি। সূত্রের খবর তেমনই।
নিয়োগ দুর্নীতির মামলায় এখন ইডি-র হেফাজতে কুন্তল ঘোষ। গত ৬ এপ্রিল ধৃতকে যখন আলিপুর আদালতে পেশ করা হয়, তখন বিচারক একটি চিঠি দেন কুন্তল। চিঠিতে তাঁর অভিযোগ, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। কেন? সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন,'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত'।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। এদিন সেই আবেদন খারিজ করে গিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন: Vande Bharat Express: হাওড়া থেকে এবার ৬ ঘণ্টায় পুরী! যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের
জনসংযোগ সংযোগ যাত্রায় অভিষেক এখন জঙ্গলমহলে। তিনি বলেন, 'বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূণ আস্থা রয়েছে। তদন্তকারী সংস্থা যদি সমন পাঠিয়ে ডাকে, দরকার হল যাত্রা থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব। তাদের সাথে পূর্ণ সহযোগিতা করা আমার কর্তব্য'। তাহলে কেন ডিভিশন বে়ঞ্চে মামলা? অভিষেকের বক্তব্য, 'যেকোন বিচারপতি রায় দিতে পারেন, এটা তাঁর এক্তিয়ার। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রাস্তাও খোলা রয়েছে। ডিভিশন বেঞ্চেও আপিল করতে পারি, সুপ্রিম কোর্টেও আপিল করতে পারি'।
এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। স্রেফ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নয়, কুন্তল ঘোষের চিঠি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেয় শীর্ষ আদালত। এরপর মামলাটি চলে আসে বিচারপতি অমৃত সিনহার এজলাসে।