২৪ ঘণ্টা সমাজসেবী সংঘের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বালিগঞ্জে ২৪ ঘণ্টা সমাজসেবী সংঘের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরকার রাহুলদেব বর্মণকে শ্রদ্ধা জানাতে শিল্পীর ৭৫তম জন্মবার্ষিকীতে সুরকেই থিম হিসাবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। এই পুজো এবার ৬৮ বছরে পা দিল।
কলকাতা: বালিগঞ্জে ২৪ ঘণ্টা সমাজসেবী সংঘের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরকার রাহুলদেব বর্মণকে শ্রদ্ধা জানাতে শিল্পীর ৭৫তম জন্মবার্ষিকীতে সুরকেই থিম হিসাবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। এই পুজো এবার ৬৮ বছরে পা দিল।
২৪ ঘণ্টা সমাজসেবী সংঘের পুজো। সঙ্গীত, সাহিত্যের প্রতি ২৪ ঘণ্টা সমাজসেবীর অনুরাগ বরাবরই পুজোয় আলাদা মাত্রা যোগ করে। গতবার পুজো মণ্ডপে প্রাধান্য পেয়েছিল বই। আর এবার মণ্ডপ সেজেছে সরোদ, পিয়ানো গিটারের মতো বিভিন্ন বাদ্যযন্ত্রে। ২৪ ঘণ্টা মহাপুজোর তালিকায় রয়েছে বালিগঞ্জের এই ঐতিহ্যশালী পুজো। শনিবার এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুরকার রাহুল দেব বর্মণকে তাঁর ৭৫ তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে সুরকেই থিম হিসাবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা।