আচমকাই আলিপুর এবং শ্যামপুকুর থানার ওসি বদল
আচমকা ওসি বদল। সরানো হল আলিপুর ও শ্যামপুকুর থানার ওসিকে। দুই পুলিসকর্তার বদলি ঘিরেই উঠছে প্রশ্ন। আদালতে দাঁড়িয়ে হুমকি দেওয়ায় তৃণমূল নেতা বিপ্লব মিত্রের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিস। তার কিছুদিনের মধ্যেই সরানো হল আলিপুর থানার ওসি সুজিত চক্রবর্তীকে। পর্ণশ্রী থানার দায়িত্বে যাচ্ছেন তিনি। সরানো হল শ্যামপুকুর থানার ওসি শুভজিত্ সেনকেও। এনফোর্সমেন্ট শাখায় বদলি করা হয়েছে তাঁকে। থানার ভিতর ঢুকে কিশোরীকে ছিনিয়ে যাওয়া থেকে শুরু করে দুষ্কৃতীদের হামলা, বারবার শিরোনামে এসেছে শ্যামপুকুর থানার নাম। তার জেরেই কি সরতে হল ওসিকে? বদলি ঘিরে উঠছে প্রশ্ন।
ওয়েব ডেস্ক: আচমকা ওসি বদল। সরানো হল আলিপুর ও শ্যামপুকুর থানার ওসিকে। দুই পুলিসকর্তার বদলি ঘিরেই উঠছে প্রশ্ন। আদালতে দাঁড়িয়ে হুমকি দেওয়ায় তৃণমূল নেতা বিপ্লব মিত্রের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিস। তার কিছুদিনের মধ্যেই সরানো হল আলিপুর থানার ওসি সুজিত চক্রবর্তীকে। পর্ণশ্রী থানার দায়িত্বে যাচ্ছেন তিনি। সরানো হল শ্যামপুকুর থানার ওসি শুভজিত্ সেনকেও। এনফোর্সমেন্ট শাখায় বদলি করা হয়েছে তাঁকে। থানার ভিতর ঢুকে কিশোরীকে ছিনিয়ে যাওয়া থেকে শুরু করে দুষ্কৃতীদের হামলা, বারবার শিরোনামে এসেছে শ্যামপুকুর থানার নাম। তার জেরেই কি সরতে হল ওসিকে? বদলি ঘিরে উঠছে প্রশ্ন।