Zimbabwe Measles Outbreak: জিম্বাবোয়েতে হামের প্রকোপ, ৪ দিনে দেড়শোরও বেশি শিশুর মৃত্যু

Zimbabwe Measles outbreak: জিম্বাবোয়ে জুড়ে চার দিনে হাম আক্রান্তের সংখ্যা ২০৫৬ জনে এসে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই বয়স ৬ মাসের নীচে।

Updated By: Aug 17, 2022, 06:12 PM IST
Zimbabwe Measles Outbreak: জিম্বাবোয়েতে হামের প্রকোপ, ৪ দিনে দেড়শোরও বেশি শিশুর মৃত্যু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের এক রোগ এসে ব্যতিব্যস্ত করছে মানুষকে। কখনও বিশ্ব জুড়ে, কখনও দেশভেদে। যেমন সম্প্রতি আফ্রিকায় সঙ্কট তৈরি হয়েছে। জিম্বাবোয়েতে মিজলস বা হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা সেখানে প্রায় দ্বিগুণ দাঁড়িয়েছে। গতকাল সেদেশের মন্ত্রিপরিষদের বৈঠকের পরে জিম্বাবোয়ের তথ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি বলেন, জিম্বাবোয়ে জুড়ে চার দিনে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা ১০৩৬ জন থেকে বেড়ে ২০৫৬ জনে এসে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই বয়স ৬ মাসের নীচে। এর মধ্যে টিকায় অনীহা এমন ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ১৫ শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। জিম্বাবোয়ের তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া আরও জানান, যারা আক্রান্ত হয়েছে, তাদের বেশির ভাগই হামের টিকা নেয়নি। এই জরুরি অবস্থা মোকাবিলায় সরকার সিভিল প্রোটেকশন ইউনিট অ্যাক্ট কার্যকর করেছে।

আরও পড়ুন: Saudi Woman: একটি ট্যুইটার অ্যাকাউন্ট ব্যবহারের জন্য ৩৪ বছরের কারাদণ্ড তরুণীর! কেন?

মনিকা মুৎসভাংওয়া এ-ও বলেছেন, আগামী সেপ্টেম্বরে জিম্বাবোয়ের স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে। তার আগে দেশ জুড়ে টিকা কর্মসূচি চালাতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের সহযোগিতাও চেয়েছে সে দেশের সরকার। হামের প্রকোপ জিম্বাবোয়ের স্বাস্থ্য তহবিলকে আরও চাপে ফেলবে বলেও মনে করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং ওষুধের ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে জিম্বাবোয়ের স্বাস্থ্য তহবিল কমজোরি অবস্থায় আছে।

প্রসঙ্গত, এপ্রিলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, যেহেতু শিশুদের টিকাকরণের ক্ষেত্রে গাফিলতি থাকায় অচিরেই আফ্রিকার দেশগুলি নানা রোগব্যাধির প্রকোপের সম্মুখীন হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.