Booster Dose: সোমবার থেকে দেওয়া শুরু 'বুস্টার ডোজ'; কারা পাবেন, জেনে নিন
প্রথম ২ ডোজ যে টিকার নিয়েছেন, প্রিকশনারি ডোজ হিসেবে সেই টিকাই মিলবে
নিজস্ব প্রতিবেদন:কেন্দ্রের ঘোষণা মতো দেশজুড়েই শুরু হয়ে গিয়েছে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। এবার সোমবার থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ভ্যাকসিনেশন বা বুস্টার ডোজ দেওয়া। ইতিমধ্যেই যাঁদের টিকা পাওয়ার সময় হয়ে গিয়েছে তাঁদের কাছে মেসেজ যাওয়া শুরু হয়েছে। কাল সকাল থেকেই শুরু হবে টিকাকরণ।
কারা পাবেন এই ডোজ
দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস হয়ে গিয়েছে এমন স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাট বছরের বেশি বয়সী মানুষজন যাঁদের কোমরবিডিটি আছে।
এদের সংখ্যা কত এ রাজ্যে?
স্বাস্থ্যকর্মী- ৭.৫ লক্ষ
ফ্রন্টলাইন ওয়ার্কার- ১০.৫ লক্ষ
কোমরবিডিটি থাকা ৬০+ মানুষজন ২২ লক্ষ
কোন টিকা দেওয়া হবে
প্রথম ২ ডোজ যে টিকার নিয়েছেন, প্রিকশনারি ডোজ হিসেবে সেই টিকাই মিলবে
আরও পড়ুন-জিতলেই মহিলাদের জন্য পাড়ায় পাড়ায় জিম, শিলিগুড়ি পুরভোটে 'তাক লাগানো' প্রতিশ্রুতি বামেদের
যাঁরা এখন করোনায় আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে কী হবে?
রোগমুক্তির ৩ মাস না পার হওয়া পর্যন্ত তাঁরা প্রিকশনারি ডোজ পাবেন না।
কোথায় নিতে পারবেন টিকা
সমস্ত সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে বিনামূল্যে টিকা মিলবে। এছাড়াও বেসরকারি হাসপাতাল থেকেও টিকা পাওয়া যাবে অর্থের বিনিময়ে।