কোনও অসুখের ভয় নেই, পোষ্যদের সঙ্গে বাচ্চাদের থাকতে দিন, বলছেন গবেষকরা

Updated By: Sep 22, 2017, 04:37 PM IST
কোনও অসুখের ভয় নেই, পোষ্যদের সঙ্গে বাচ্চাদের থাকতে দিন, বলছেন গবেষকরা

ওয়েব ডেস্ক: বেশিরভাগ বাবা-মা-ই তাঁদের সন্তানদের একেবারে ছোটবেলায় পোষ্যদের সঙ্গে মেলামেশা করতে দিতে চান না। তাঁদের ভয় থাকে, যদি পোষ্যদের থেকে কোনওরকম অসুখ চলে আসে সন্তানদের মধ্যে। মনে করেন, পোষ্যদের জীবানু থেকে বাচ্চাদের অ্যালার্জি, ইনফেকশন প্রভৃতি হতে পারে বলে। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, পোষ্যদের থেকে বাচ্চাদের কোনওরকম অসুখ হওয়ার সম্ভাবনাই নেই। বরং ওদের সঙ্গে থাকলে বহু রোগ প্রতিরোধ করা সম্ভব হয়।

দুধ খাওয়া বন্ধ করে দিলে কি হবে জানেন?

সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত শিশু পোষ্যদের সংস্পর্শে থেকেছে, তাদের মধ্যে হাঁপানি হওয়ার ঝুঁকি অনেক কমে গিয়েছে। তথ্য বলছে, ৩ মাস বয়সের বাচ্চারা বিড়ালগোত্রীয় পোষ্যদের সঙ্গে থাকলে ৭ বছর বয়স পর্যন্ত তাদের মধ্যে হাঁপানি হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। শুধু হাঁপানিই নয়, গবেষকদের মতে, অনেক বড় বড় অসুখের ঝুঁকি কমে যেতে পারে পোষ্য কুকুর বিড়ালের সংস্পর্শে। তাই তাঁরা পরামর্শ দিচ্ছেন যে, বাচ্চাদের বহু বড় বড় অসুখের হাত থেকে রক্ষা করতে পোষ্যদের সঙ্গে রাখুন।

ওজন কমানোর সময় ফুচকা খাওয়া ভাল নাকি খারাপ?

.