স্যানিটারি ন্যাপকিনের নেশা! ভয়াবহ বিপদের মুখে তরুণ প্রজন্ম
তরুণ প্রজন্মের মধ্যে মারাত্মক ভাবে বাড়ছে স্যানিটারি ন্যাপকিনের নেশা! মূলত ১৩ থেকে ১৬ বছর বয়সিদের মধ্যেই এই নেশার প্রতি ঝোঁক বেশি।
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় জানা গিয়েছে, ভারতেন প্রায় ৪৩ শতাংশ মহিলা এখনও ঋতুকালে স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাড ব্যবহার করেন না। এর মধ্যে গ্রামে বসবাসকারী প্রায় ৫১.৫ শতাংশ এবং শহরের প্রায় ৩২.৫ শতাংশ মহিলা ঋতুকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। ঋতুকালে মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার বাড়াতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারী একাধিক প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে প্রচার চালানো হচ্ছে। প্রচারের দৌলতে যারা এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, তারাও এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে জেনে গিয়েছেন। কিন্তু জানেন কি মারাত্মক নেশার উপাদান হয়ে দাঁড়িয়েছে এই স্যানিটারি ন্যাপকিন!
অবিশ্বাস্য হলেও ইন্দোনেশিয়ায় তরুণ প্রজন্মের মধ্যে মারাত্মক ভাবে বাড়ছে স্যানিটারি ন্যাপকিনের নেশা! সে দেশের ন্যাশনাল নারকোটিক্স এজেন্সি সূত্রে খবর, মূলত ১৩ থেকে ১৬ বছর বয়সিদের মধ্যেই এই নেশার প্রতি ঝোঁক বেশি।
আরও পড়ুন: ধূমপান ছাড়লেই বছরে মিলবে অতিরিক্ত ৬টি ছুটি, সিদ্ধান্ত এই সংস্থার
কিন্তু কী ভাবে স্যানিটারি ন্যাপকিন থেকে নেশা করছে এই তরুণ-তরুণীরা? ইন্দোনেশিয়ার ‘ন্যাশনাল নারকোটিক্স এজেন্সি’র এক আধিকারিকের দাবি, স্যানিটারি ন্যাপকিন বা শিশুদের ডায়পার জলে সিদ্ধ করে ওই জল খেলে অসম্ভব নেশা হয়! আর এই পদ্ধতিতেই নেশায় মেতেছে দেশের তরুণ প্রজন্ম। ‘ন্যাশনাল নারকোটিক্স এজেন্সি’র মতে, স্যানিটারি ন্যাপকিন বা শিশুদের ডায়পার নিষিদ্ধ ড্রাগের তালিকায় নেই। ফলে এই নেশা নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ইন্দোনেশিয়ার পুলিশ-প্রশাসনকে।