সাবধান! পোষা কুকুরের থেকে হতে পারে ডায়াবেটিস
কুকুর পুষতে চান কিংবা ইতিমধ্যে কুকুর পোষেন? তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিন। প্রিয় কুকুরের থেকে আপনার হতে পারে ডায়াবেটিস।
নিজস্ব প্রতিবেদন: কুকুর পুষতে চান কিংবা ইতিমধ্যে কুকুর পোষেন? তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিন। প্রিয় কুকুরের থেকে আপনার হতে পারে ডায়াবেটিস।
সম্প্রতি সুইডেনের বেশ কিছু বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে দেখা যাচ্ছে, কুকুর এবং তার মালিকের একই রকম ফিজিক্যাল অ্যাকটিভিটি থাকছে। যা অন্যতম কারণ।
এই বিষয়টি নিয়ে আরও একটি গবেষণা প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে। যেখানে বলা হয়েছে, গবেষণায় কুকুর এবং মালিকদের মধ্যে ওবেসিটির ক্ষেত্রেও যোগসূত্র রয়েছে। মানুষের মতোই পোষা কুকুরেরও ডায়াবেটিস হতে পারে। তাদের স্বাস্থ্য ঝুঁকিও মানুষের চেয়ে কম নয়।
গবেষণায় দুই লাখের বেশি কুকুর ও মালিক জুটি অংশগ্রহণ করেছে। যে কুকুরের ডায়াবেটিস রয়েছে তাদের মালিকের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার প্রবণতা ৩৮ শতাংশ বেড়ে যায়।
ডায়াবেটিসের বিষয়টি নিয়ে শুধু দেখেলে বলা যায় এর চেয়ে বিড়াল পোষা নিরাপদ। পরীক্ষা চালিয়ে তেমন ঝুঁকি দেখতে পাওয়া যায়নি।