Covid Vaccination for 15-18 Years: টিকা দিতে ভুলবেন না, করোনার সাথে 'মহাযুদ্ধে' আপনার সন্তানও এবার 'ফুলপ্রুফ'
১৫-১৮ বছরের জন্য আলাদা কোভিড ভ্য়াকসিনেশন সেন্টার (CVCs) করতে হবে।
নিজস্ব প্রতিবেদন : করোনার বিরুদ্ধে ভয় নয়। আতঙ্ক নয়। বিধি মেনে লড়ে লড়াই জিতে নেওয়ার চ্যালেঞ্জ। সেই লড়াইয়ে আজ থেকে শুরু এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের। আজ থেকে শুরু 'মহাযুদ্ধে'র। করোনার সঙ্গে লড়তে এবার ছোটরাও হবে 'ফুলপ্রুফ'। আজ থেকে দেশব্যাপী ১৫ থেকে ১৮ বছরের নাবালক-নাবালিকাদের করোনার টিকাকরণ শুরু। দেশের ভবিষ্যত এই ছোটরা। অতিমারীর করাল গ্রাস থেকে এবার তাদের 'বর্ম' দেবে ভ্যাকসিন। সেই 'বর্মে'র কাছে হার মানবে করোনা। তাই দেশের প্রতিটি ১৫-১৮ বছরের সন্তান যাতে করোনার টিকা পায়, তার জন্য এগিয়ে আসতে হবে বাবা-মাদেরও। নিজ নিজ সন্তানকে কোনওভাবেই এই টিকা দিতে ভুললে চলবে না বাবা-মাদের। কারণ করোনাকে কাবু করতে টিকা-ই হচ্ছে 'ঢাল'।
কো-উইন তথ্য বলছে, এখনও পর্যন্ত সারা দেশের সাড়ে ১২ লাখেরও বেশি ১৫-১৮ বছরের কিশোর-কিশোরীরা টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে টিকাকরণের জন্য বয়সের ভিত্তিতে আলাদা আলাদাভাবে ভ্যাকসিন সেন্টার, সেশন সাইট, লাইন ও টিকাকরণ কর্মীদের টিম তৈরির নির্দেশ দিয়েছেন। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে কোভ্যাক্সিন।
একনজরে টিকাকরণের হাইলাইটস-
১) ২০০৭-এ বা তার আগে যারা জন্মেছে তারা এই ১৫-১৮ বছরের গ্রুপে পড়বে ও কোভ্যাক্সিন টিকা পাবে।
২) টিকাকরণের যা যা প্রোটোকল আছে, ১৫-১৮ বছরের ক্ষেত্রেও সেগুলি মেনে চলতে হবে।
৩) টিকা নেওয়ার পর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, তা দেখার জন্য আধঘণ্টা পর্যবেক্ষণ করা হবে ছোটদের।
৪) ২৮ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ।
৫) ১৫-১৮ বছরের জন্য আলাদা কোভিড ভ্য়াকসিনেশন সেন্টার (CVCs) করতে হবে। যেটা কো-উইনেও দেখা যাবে।
একইসঙ্গে আজ থেকে শুরু সিনিয়র সিটিজেনদের কোভিড বুস্টার ডোজ। তবে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সেকেন্ড ডোজের সঙ্গে ৯ মাসের ব্যবধার থাকতে হবে। একইসঙ্গে সিনিয়র সিটিজেটদের ক্ষেত্রে কো-মরবিডিটি প্রমাণে কোনও ডাক্তারি শংসাপত্র বা প্রেসক্রিপশন লাগবে না।
আরও পড়ুন, রবিবার রাজ্যে ৬ হাজারের বেশি করোনা আক্রান্ত, পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা