ভালো নেই ওঁরা! অ্যালকোহল নেওয়া ও আত্মহত্যার ভাবনাচিন্তায় স্বাস্থ্যকর্মীরা, বলছে সমীক্ষা
গত এক বছরে মৃত্যুকে বেছে নেওয়া কিংবা নিজেকে আহত করার বিষয়ে ঘন ঘন চিন্তাভাবনা করেছেন তারা।
![ভালো নেই ওঁরা! অ্যালকোহল নেওয়া ও আত্মহত্যার ভাবনাচিন্তায় স্বাস্থ্যকর্মীরা, বলছে সমীক্ষা ভালো নেই ওঁরা! অ্যালকোহল নেওয়া ও আত্মহত্যার ভাবনাচিন্তায় স্বাস্থ্যকর্মীরা, বলছে সমীক্ষা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/13/301581-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: দুই বসন্ত কেটে গেল সাদা বরাভয়ে। কাটছে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন। অসহ্য গরমে ঘেমে জল হতে হয়েছে PPEএর মধ্যে। করোনা রোগীদের সুস্থ করতে মরিয়া তাঁরা। কড়া অ্যান্টিবায়োটিক জোড় করে খাওয়ানো থেকে শুরু করে রোগীদের মন ভালো করতে পিপিই পরেই কোমড় দোলাতে দেখা গিয়েছে প্রথমসারির স্বাস্থ্যকর্মীদের। আবার কখনও দেখা গিয়েছে, রোগীর ঘরে মাটিতে শুয়ে ক্লান্তিতে ঘুমোচ্ছেন তাঁরা। কিন্তু স্বাস্থ্যকর্মীদের শরীর মন কেমন আছে? সেই প্রশ্ন খুঁজতে নেমেছিলেন Journal of Psychiatric এর রিসার্চারা।
যাঁরা আপনাকে সুস্থ করে তুলছেন তাঁরা কেমন আছেন? ভালো নেই। সমীক্ষা বলছে করোনা কেন্দ্রগুলোর প্রায় অর্ধেক কর্মী অ্যালকোহল নেওয়া কিংবা আত্মঘাতী হওয়ার চিন্তাভাবনা করেছেন। সমীক্ষার এই তথ্য প্রকাশ্যে আসা মাত্রই শঙ্কিত স্বাস্থ্যমহল।
আরও পড়ুন: যুদ্ধকালীন তৎপরতায় বণ্টন প্রক্রিয়া শেষ, কোন জেলায় কত ভ্যাকসিন পৌঁছল জেনে নিন
গবেষণায় দেখা গিয়েছে যে, ৪৫ শতাংশ আইসিইউ কর্মী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), গুরুতর উদ্বেগ বা হতাশা কিংবা মদ্যপানের মতো বিষয়ে জড়িয়েছেন। দেখা গিয়েছে, গত এক বছরে মৃত্যুকে বেছে নেওয়া কিংবা নিজেকে আহত করার বিষয়ে ঘন ঘন চিন্তাভাবনা করেছেন তারা।