ইভিএম বিভ্রাট, বিধিভঙ্গে অভিযুক্ত তৃণমূল প্রার্থী, বিক্ষিপ্ত অশান্তির মাঝে রাজ্যে চলছে ভোট। দ্বিতীয় দফাতেও ৮০ শতাংশের বেশি ভোট পড়ল-Live Update

৬টা ১৭: রাজ্যে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর সহ চার জেলার মোট ছটি আসনে ভোটগ্রহণ আজ। রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সির উত্তরাধিকার দখলে লড়ছেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি এবং তৃণমূল প্রার্থী সত্যরঞ্জন দাশমুন্সি। এই কেন্দ্রে লড়াইয়ে আছেন সিপিআইএমের মহম্মদ সেলিমও। আরএসপি-র থেকে বালুরঘাট ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থী করেছে নাট্যকর্মী অর্পিতা ঘোষকে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।

Updated By: Apr 24, 2014, 05:36 PM IST

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই সংক্রান্ত খবর সরাসরি রাজ্যের ছটি কেন্দ্র থেকে লাইভ---

৫.১৫টা- বিকাল ৫টা পর্যন্ত ভোটদানের হার-- মুর্শিদাবাদ-৮২ শতাংশ, জঙ্গিপুর ৭৬.৯৩ শতাংশ,মালদহ (উত্তর)-৮০.১৬,মালদহ (দক্ষিণ)- ৮০.১৬ শতাংশ, বালুরঘাট-৮২.৮৬ শতাংশ, রায়গঞ্জ-৭৯.২৮ শতাংশ।

দুপুর ৩.৩০টা- জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খরগ্রামের ২০৪ ও ২০৫ নম্বর বুথে তৃণমূল এজেন্টদের মাধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আহত দুজন স্থানীয় হাসপাতালে ভর্তি। প্রতিবাদে ভোট বন্ধ করে দিল তৃণমূল কংগ্রেস। বুথের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা।

দুপুর ৩.১৫- দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার--মুর্শিদাবাদ-৭০.৩৩ শতাংশ, রায়গঞ্জ-৭০.৬৩ শতাংশ, বালুরঘাট-৭১.৮৮ শতাংশ, মালদা উত্তর-৬৮.৯৫ শতাংশ।

দুপুর ৩টা-আবু হাসেম খান চৌধুরির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনল বিজেপি-সিপিএম। বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় পতাকা লাগানো গাড়ি নিষিদ্ধ। তা সত্ত্বেও তিনি গাড়ি নিয়ে এসেছিলেন বলে অভিযোগ।

দুপুর ২টো- মালদার কালিয়াচকে উত্তেজনা। কাঠালেবড়িয়ার বুথে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাল পুলিস। ২ রাউন্ড গুলি চলল। তবে অস্বীকার করলেন মালদার এসপি।

দুপুর ১.৩০টা- দক্ষিণ মালদহের ১৬০ নম্বর বুথে ব্যাপক বোমাবাজি। অভিযুক্ত শাসকদলের নেতা-কর্মী-সমর্থকরা।

দুপুর ১টা- জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খরগ্রামের ২০৪ ও ২০৫ নম্বর বুথে তৃণমূল এজেন্টদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আহত দুজন স্থানীয় হাসপাতালে ভর্তি। প্রতিবাদে ভোট বন্ধ করে দিল তৃণমূল কংগ্রেস। বুথের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা।

ইটাহারে তিনটি বুথ দখলের অভিযোগ আনল বামেরা। বামকর্মীদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মারধরে এক বামকর্মী আহত।

দুপুর ১২.৩০টা- লোকজন নিয়ে বুথে ঢোকার অভিযোগে অভিযুক্ত জঙ্গিপুরের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। বিধিভঙ্গের অভিযোগ উঠল সাংসদ নুরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। প্রিসাইডিং অফিসারকে সরাতে নির্দেশ।

সকাল ১১.৩০টা- ইটাহারে ইভিএম-এ কারচুপির অভিযোগ। ১০০ নম্বর বাগবাড়ি বুথ বাগবাড়ি বুথে ইভিএম-এ যে কোনও বোতাম টিপলেই এক নম্বরে থাকা প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ওই কেন্দ্রে ইভিএমে এক নম্বরে রয়েছে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের নাম। বোতাম টিপলেই তৃণমূলের হয়ে ভোট পড়ছে।

১১.২৫টা- ডোমকলের লস্করপুরের রমনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি বুথ জ্যামের অভিযোগ আনল কংগ্রেস।

১১.২০টা- খুব ভালো ভোট হচ্ছে, বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।

সকাল ১১.১৫টা- বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার--
মুর্শিদাবাদ-৪৫.৫৫ শতাংশ।। জঙ্গিপুর-৪৪.২৫ শতাংশ। মালদা (উত্তর)-৪২.৮২। মালদহ (দক্ষিণ)-৪২ শতাংশ,বালুরঘাট-৪০ শতাংশ,বালুরঘাট-৪০.৫৫ শতাংশ।

ডোমকলের দক্ষিণ নগরে বোমা-গুলি। আহত এক।

সকাল ১০.৩০টা-গঙ্গারামপুরের ১৭ নং বুথে কং এজেন্টকে মারধর। বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।

সকাল ১০.০০টা- বালুরঘাটে একাধিক বুথে বাম পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়ায় বাধা।

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার:

মুর্শিদাবাদ- ২২%
জঙ্গিপুর- ২৩%
মালদহ দঃ- ২১%
মালধ উঃ- ২২%
বালুরঘাট- ২০%
রায়গঞ্জ- ১৯%

৯টা ৫৫: কংগ্রেস দুর্গ বলে কিছুই হয় না। সকাল সকাল ভোট দিয়ে এমনই দাবি করলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খান। একই সঙ্গে একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখাই পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

৯টা ৫০: ভোটের দিন অনেকটাই চাপমুক্ত মালদহ উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। গণি মিথ থেকে সারদা কেলেঙ্কারি। চব্বিশ ঘণ্টার প্রতিনিধির সঙ্গে একাধিক বিষয়ে কথা বলেছেন তিনি।

৯টা ২০: মালদহের ছাপ্পান্ন নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোট দিতে পারলেন না কোতয়ালীর সদস্যরা। মালদহ দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ওই কেন্দ্রের ভোটার। মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুরও ওই কেন্দ্রেরই ভোটার। কোতয়ালীর আরেক সদস্য এবং কংগ্রেস বিধায়ক আবু তাহের খান চৌধুরীও সেখানকার ভোটার। ইভিএম খারাপ হওয়ায় কেউই ভোট দিতে পারেননি।

সকাল ৯টা: ভোটের দিন ভোট নিয়ে চিন্তা নেই মালদহ দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর। গণিখান চৌধুরীর অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন কোতোয়ালীর ডালুবাবু।

৮টা ৪০: ভোটের আগের রাতে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরাতন মালদার সাহাপুর। তৃণমূলের দাবি, দলের কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ চালানো হয়েছে। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন তিন জন। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। হামলায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিস। এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

৮টা ৩৫: সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখতে ব্যস্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তাঁর মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়।

৮টা ২০: ৪৫ দিন প্রচারের ধকল গেছে। ভোটের দিন সকালে তাই অনেকটাই রিল্যাক্সড মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়। হাল্কা মেজাজে দুকলি গানও গেয়ে শোনালেন তিনি।

৮টা ১৯: জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিত্‍ মুখোপাধ্যায়কে ভোট দিলেই মিলবে দশ কেজি করে চাল ও গম। ভোটের আগে এই কুপন বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রাধারঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই কুপণ বিলি চলছে বলে অভিযোগ। এমনকি কুপণে গ্রাম পঞ্চায়েতের সই ও স্ট্যাম্প রয়েছে বলেও দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের নেতারা। এর পাশাপাশি সিপিআইএমেরও অভিযোগ, প্রণবপুত্র তথা কংগ্রেস প্রার্থী অভিজিত্‍ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর ত্রিপল ও টাকা বিলি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। কমিশনে এনিয়ে অভিযোগ জানানো হয়েছে।

৭টে ৪৬: এজেন্ট দিলে খুনের হুমকি। মালদহ (দ)-এ কালিয়াচকের বুথের ঘটনা। ১৫১-১৬৬ নং বুথের ঘটনা। কোনও এজেন্ট বসাতে পারেনি কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কমিশোনের দ্বারস্থ কংগ্রেস নেতারা।

৭টা ৩০: কং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট কেন্দ্রের গঙ্গারামপুরে। অভিযোগ প্রার্থী ওমপ্রকাশ মিশ্রর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

৭টা ২০: রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ইভিএম খারাপ, হল না ভোট। মুর্শিদাবাদে ডোমকলের বুথ। ৯৪ নং বুথে শুরু হল না ভোটগ্রহণ। রায়গঞ্জ কেন্দ্রের ১৫১ নং বুথ। সেখানে শুরু হয়নি ভোটগ্রহণ।

৭টা ১০: প্রতি বুথে ২টি করে ইভিএম। ২টি ইভিএমে ভোট মালদহ দক্ষিণে। এই কেন্দ্রে মোট প্রার্থী ১৭ জন। সেই কারণেই লাগছে ২টি ইভিএম। আনা হয়েছে অতিরিক্ত ২ হাজার ইভিএম।

সকাল ৭টা: শুরু হল ভোটগ্রহণ।

৬টা ১৭: রাজ্যে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর সহ চার জেলার মোট ছটি আসনে ভোটগ্রহণ আজ। রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সির উত্তরাধিকার দখলে লড়ছেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি এবং তৃণমূল প্রার্থী সত্যরঞ্জন দাশমুন্সি। এই কেন্দ্রে লড়াইয়ে আছেন সিপিআইএমের মহম্মদ সেলিমও। আরএসপি-র থেকে বালুরঘাট ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থী করেছে নাট্যকর্মী অর্পিতা ঘোষকে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।

মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্রে লড়াই গণি মিথ বনাম পরিবর্তনের সরকারের। এই দুই কেন্দ্রে কংগ্রেসের দুই প্রতিনিধি মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে ভূমি ব্যান্ডের সৌমিত্র রায় ও চিকিৎসক মোয়াজ্জেম হুসেনকে। মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন অধীর দুর্গ রক্ষা করতে পারেন কীনা সেদিকে নজর থাকবে সবার। জঙ্গিপুর আসনে লড়ছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। এই কেন্দ্রে বাম প্রার্থী মুজফ্ফর হুসেন।

.