অষ্টম দফায় ভোটদানের হিড়িক- আমেথিতে বুথ দখলের অভিযোগ আপের,সীমান্ধ্রে বিক্ষিপ্ত অশান্তি
দেশে`কংগ্রেস দুর্গে` চলছে ভোট। প্রার্থী রাহুল, রাবড়ি,পাসওয়ান। নজরে সীমান্ধ্র,আমেথি। ডার্ক হর্স মোদী
দেশজুড়ে লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যে ভোটগ্রহণ পর্ব চতুর্থ দফার। ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ৬৪ আসনে।
২:৫০-চন্দ্রবাবু নাইডুকে ফোন করে অন্ধ্রপ্রদেশের ভোট নিয়ে খোঁজ নিলেন নরেন্দ্র মোদী।
১:৫০- দুপুর ১টা পর্যন্ত ভোটের হার-সীমান্ধ্র ৪১.৫৬%, হিমাচল প্রদেশ ৩৭.০৩%, জম্মু ও কাশ্মীর ২৩.৬১%, উত্তর প্রদেশ ৩২.০৯%, পশ্চিমবঙ্গ ৪৮.০৩%, উত্তরাখণ্ড ৩১.৯১%।
১:৩৫- বুথের মধ্যেই প্রিয়ঙ্কা গান্ধীর সেক্রেটারি প্রীতি সহায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। বুথে সহায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন স্মৃতি। সহায় বুথ ছেড়ে বেরিয়ে যান।
১২:৩০- কংগ্রেসের বিরুদ্ধে আপ প্রার্থীর তোলা বুথ দখলের অভিযোগ উড়িয়ে দিলেন নির্বাচন পর্যবেক্ষক উমেশ সিনহা। বললেন, প্রতিটি বুথে পর্যবেক্ষক রয়েছে। আমেঠিতে বুথ দখল সম্ভব নয়।
১১:৫৫-সকাল ১১টা পর্যন্ত ভোটের হার উত্তর প্রদেশ ২৫.১৮%, পশ্চিমবঙ্গ ৪৫%, সীমান্ধ্র ৩৩%, বিহার ২২.৩৬%, হিমাচল প্রদেশ ২২.১৯%, জম্মু ও কাশ্মীর ১৪.৫০%, উত্তরাখণ্ড ২২.৯৮%
১১:২০-বুথের বাইরে আঁকা পদ্ম দেখে অভিযোগ তুললেন রাহুল গান্ধী।
১০:৪৫ আমেঠিতে বুথদখলের অভিযোগ তুললেন আপ প্রার্থী কুমার বিশ্বাস।
১০:২৫- রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
১০:২৫-সকাল থেকেই আমেঠির বিভিন্ন বুথ ঘুরে দেখছেন রাহুল গান্ধী।
১০:১৫-সকাল ৯টা পর্ন্ত ভোটের হার-পশ্চিমবঙ্গ ২৪%, বিহার ৯.৪%, উত্তর প্রদেশ ১১.৪০%।
৯:৫০-কঠিন লড়াই চলছে আমেঠিতে। রাহুল গান্ধী, স্মৃতি ইরানি ও কুমার বিশ্বাসের মধ্যে চলছে জোর প্রতিদ্বন্দ্বিতা। সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১০.৪%।
৯:৩০- হিমাচল প্রদেশের কিন্নাউরে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার এসএস নেগি। বললেন, "আমি যদি ৯৭ বছর বয়সে ভোট দিতে পারি, অল্পবয়সীরাও পারবেন। আমি সকলকে ভোট দিতে অনুরোধ জানাচ্ছি।"
৯:২৫- হরিদ্বারে ভোট দিলেন বাবা রামদেব ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু আচার্য বালকৃষ্ণ। যোগগুরু বললেন, দেশের জন্য সকলের ভোট দেওয়া উচিত্।
৯.১৫টা- সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়ল ১৫ শতাংশ।
৮.৪৫টা- ভোট দিলেন বাবা রামদেব।
সকাল ৮টা- বিহারে ৪০টি আসনেই জিতবে এনডিএ। বললেন রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান।
রাজ্যভাগের পর এই প্রথম ভোট হচ্ছে সীমান্ধ্রে। ২০০৯ সালে এই অঞ্চলের ২৫টির মধ্যে ১৯টি আসনেই জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা।
সকাল ৮টা- ভোটগ্রহণ শুরু।
8:25 am Aam Aadmi Party (AAP) challenger Kumar Vishwas says that there is no competition between him and others in Amethi. Congress stalwart Rahul Gandhi and BJP`s Smriti Irani are the other key candidates from the constituency.
8:10 am Rahul Gandhi hit back on Narendra Modi saying people`s actions can be lowly not their caste. Modi had earlier targeted Rahul`s sister Priyanka for accusing him of practising “neech rajniti”.
7:45 am YSR Congress chief YS Jaganmohan Reddy was among early voters in Kadapa. Later, talking to reporters Jagan said that the most important issue is to safeguard the interests of people of the region.
7:40 am The other key battleground is Seemandhra. With the Congress relegated to the sidelines, it is a straight fight between YSR Congress and the TDP-BJP combine.
The contest is believed to be evenly placed in most constituencies.
7:30 am While the Congress is fighting to retain its turf (won 34 of the 64 constituencies in 2009), the BJP aims to improve its tally of mere 4 seats of the 64 in last Lok Sabha polls.
The Narendra Modi-led campaign has worked hard to make gains in states like Uttarakhand, Bihar and Uttar Pradesh.
7 am: Polling began in 64 constituencies spread across seven states in the eight phase of Lok Sabha polls 2014.
Uttar Pradesh (15/80)
Constituencies: Amethi, Sultanpur, Pratapgarh, kaushambi, Phulpur, Allahabad, Faizabad, Ambedkar Nagar, Bahraich, Kaiserganj, Shrawasti, Gonda, Basti, Sant Kabir Nagar, Bhadohi
Key Candidates: Rahul Gandhi (INC)- Amethi, Smriti Irani (BJP)- Amethi, Kumar Vishwas (AAP)- Amethi, Varun Gandhi (BJP)- Sultanpur, Shakeel Ahmed (SP)- Sultanpur, Rajkumar Ratna Singh (INC)- Pratapgarh, Shailendra Kumar (SP)- Kaushambi, Mohammad Kaif (INC)- Phulpur, Rewati Raman Singh (SP)- Allahabad, Shayama Charan Gupta (BJP)- Allahabad, Nirmal Khatri (INC)- Faizabad, Hari Om (BJP)- Ambedkar Nagar, Ram Murti Verma (SP)- Ambedkar Nagar, Shabbir Ahmed (SP)- Bahraich, Vinod Kumar (SP)- Kaiserganj, Brijbhushan Sharan Singh (BJP)- Kaiserganj, Vinay Kumar Pandey (INC)- Shrawasti, Atiq Ahmed (SP)- Shrawasti, Beni Prasad Verma (INC)- Gonda, Brij Kishor Singh (SP)- Basti, Ram Prasad (BSP)- Basti, Seema Mishra (SP)- Bhadohi
Uttarakhand (5/5)
Constituencies: Tehri Garhwal, Garhwal, Almora, Nainital-Udhamsingh Nagar, Hardwar
Key Candidates: Saket Bahuguna (INC)- Tehri Garhwal, Mala Rajya Lakshmi Shah (BJP)- Tehri Garhwal, Dr Harak Singh Rawat (INC)- Garhwal, BC Khanduri (BJP)- Garhwal, Ajay Tamta (BJP)- Almora, Pradeep Tamta (INC)- Almora, Bhagat Singh (BJP)- Nainital-Udhamsingh Nagar, K C Singh Baba (INC)- Nainital-Udhamsingh Nagar, Renuka Rawat (INC)- Hardwar, Ramesh Pokhariyal Nishak (BJP)- Hardwar
Andhra Pradesh (25/42)
Constituencies: Araku, Srikakulam, Vizianagaram, Visakhapatnam, Anakapalle, Kakinada, Amalapuram, Rajahmundry, Narsapuram, Eluru, Machilipatnam, Vijaywada, Guntur, Narasaraopet, Bapatla, Ongole, Nandyal, Kurnool, Anantpur, Hindupur, Kadapa, Nellore, Tirupati, Rajampet, Chittor
Key Candidates: Kishor Chandra Deo (INC)- Araku, Kinjarapu Yerran Naidu (TDP)- Srikakulam, Botcha Jhansi Lakshmi (INC)- Vizianagram, Ashok Gajapathi Raju Pusapati (TDP)- Vizianagaram, Y S Vijayamma (YSRCP)- Visakhapatnam, M Pallam Raju (INC)- Kakinada, Murli Mohan Maganti (TDP)- Rajahmundry, M Nageswara Rao (INC)- Eluru, Sistla Ramesh (INC)- Machilipatnam, Avinash Devineni (INC)- Vijaywada, Abdul Waheed Shaik (INC)- Guntur, Jayadev Galla (TDP)- Guntur, Chinta Mohan (INC)- Tirupati, A Sai Prathap (INC)- Rajampet, Naramalli Sivaprasad (TDP)- Chittor, B Rajagopal (INC)- Chittor
Bihar (7/40)
Constituencies: Sheohar, Sitamarhi, Muzaffarpur, Maharajganj, Saran, Hajipur, Ujiarpur
Key Candidates: Rama Devi (BJP)- Sheohar, Md Anwarul Haque (RJD)- Sheohar, Arjun Rai (JD(U))- Sitamarhi, Sitaram Yadav (RJD)- Sitamarhi, Bijendra Chaudhary (JD(U))- Muzaffarpur, Ajay Nishad (BJP)- Muzaffarpur, Manoranjan Singh (JD(U))- Maharajganj, Rajiv Pratap Rudy (BJP)- Saran, Rabri Devi (RJD)- Saran, Ram Vilas Paswan (LJP)- Hajipur, Aswamedh Devi Kushwaha (JD(U))- Ujiarpur
Himachal Pradesh (4/4)
Constituencies: Kangra, Mandi, Hamirpur, Shimla
Key Candidates : Shanta Kumar (BJP)- Kangra, Chander Kumar (INC)- Kangra, Pratibha Singh (INC)- Mandi, Ram Swaroop Sharma (BJP)- Mandi, Anurag Thakur (BJP)- Hamirpur, Virendra Kashyap (BJP)- Shimla, Mohan Lal Brakta ( INC)- Shimla
Jammu & Kashmir (2/6)
Constituencies: Baramulla, Ladakh
Key Candidates: Sharief-ud-Din Shariq (JKNC)- Baramulla, Md Hassan ( IND)- Ladakh, Tsering Samphel (INC)- Ladakh
West Bengal (6/42)
Constituencies: Jhargram, Medinipur, Purulia, Bankura, Bishnupur, Asansol
Key Candidates: Dr Pullin Baske (CPI)- Jhargram, Anita Hansda (INC)- Jhargram, Sandhya Roy (AITC)- Medinipur, Narahari Mahato (AIFB)- Purulia, Basudeb Acharia (CPI(M))- Bankura, Saumitra Khan (AITC)- Bishnupur, Sushmita Bauri (CPI(M))- Bishnupur, Dola Sen (AITC)- Asansol, Babul Supriyo (BJP) - Asansol
আজ নির্ধারিত হবে বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। এদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, স্মৃতি মালহোত্র, বরুণ গান্ধী, রাবড়ি দেবী, বেণীপ্রসাদ ভার্মা, রামবিলাস পাসওয়ান ও রাজীব প্রতাপ রুডি। তবে এই নির্বাচনে সেই ফল ধরে রাখা কংগ্রেসের সামনে কঠিন চ্যালেঞ্জ।
বিহার- ভাগ্য পরীক্ষায় ১১৮ জন প্রার্থী। সরন থেকে লোকসভায় প্রথমবারের জন্য লড়ছেন লালুপত্নী রাবড়ি দেবী। হাজিপুরে লড়ছেন হাইপ্রোফাইল এলজেপি প্রার্থী রামবিলাস পাসোয়ান।
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড- এই দুই রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ ৭ মে। হিমাচল প্রদেশে ৪টি ও উত্তরাখণ্ডে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ।
জম্মু ও কাশ্মীর- ভোট দেবে বারামুল্লা ও লাদাখ।
অন্ধ্রপ্রদেশ- গত দফায় তেলেঙ্গানা ভোট দেওয়ার পর এই দফায় ভোট দেবে সীমান্ধ্র। ২৫টি কেন্দ্রের মোট ৩৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা কাল। লোকসভার পাশাপাশিই চলবে বিধানসভা নির্বাচনও।
পশ্চিমবঙ্গ- এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। ভোট দেবে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বাসুদেব আচারিয়ার মতো হাইপ্রোফাইল রাজনৈতিক প্রার্থীর পাশাপাশি লড়ছেন মুনমুন সেন, বাবুল সুপ্রিয়, সন্ধ্যা রায়ের মতো রাজনীতিতে আনকোরা তারকা প্রার্থীও।