“বাঁদরদের বিয়েতে” কে হলেন প্রথম অতিথি (ভিডিও)
দুই ‘বাঁদরের বিয়ে’ সম্পন্ন! কে হলেন সেই বিয়েতে প্রথম অতিথি? তার আগে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সাকপাকে বাঁধা পড়ল ‘বাঁদর’ জুটি।
Updated By: May 1, 2016, 12:51 PM IST
ওয়েব ডেস্ক : দুই ‘বাঁদরের বিয়ে’ সম্পন্ন! কে হলেন সেই বিয়েতে প্রথম অতিথি? তার আগে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সাকপাকে বাঁধা পড়ল ‘বাঁদর’ জুটি।
হ্যাঁ, ভালবেসে নিজেরা নিজেদের এভাবে “মাঙ্কি” বলেই ডেকে থাকেন বিপস ও করণ। বিয়ের পর রিসেপশনেও দুজন যে কেকটি কাটলেন, তাতেও ছিল জোড়া বাঁদর। আর প্রেমে পাগল দুই “মাঙ্কি”-র বিয়েতে প্রথম অতিথি হলেন ডিনো মোরিয়া।
সম্পর্ক ভেঙেছে অনেকদিন। কিন্তু, বন্ধুত্ব অটুট রয়েছে। বিপাশার আর কোনও এক্স-বয়ফ্রেন্ড এই বিয়ে নিয়ে মুখে রা না কাটলেও ডিনো জানিয়েছিলেন, তিনি বিয়েতে আসছেন। কথা রেখেছেন ডিনো।