তামাশার প্রথম গানে দেখুন রনবীর, দীপিকার পাগলামো
মুক্তি পেল তামাশার প্রথম গান 'মত্রাগশতি'। গানে মজাদার মুডে রনবীর কপূর, দীপিকাকে দেখে চড়ছে দর্শকদের উত্তেজনার পারদ। শুটিংয়ে যে চুটিয়ে মজা করেছেন দুজনে, গানের ঝলকই তা বলে দিচ্ছে।
Updated By: Oct 9, 2015, 04:06 PM IST
![তামাশার প্রথম গানে দেখুন রনবীর, দীপিকার পাগলামো তামাশার প্রথম গানে দেখুন রনবীর, দীপিকার পাগলামো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/09/43558-randeepika.jpg)
ওয়েব ডেস্ক: মুক্তি পেল তামাশার প্রথম গান 'মত্রাগশতি'। গানে মজাদার মুডে রনবীর কপূর, দীপিকাকে দেখে চড়ছে দর্শকদের উত্তেজনার পারদ। শুটিংয়ে যে চুটিয়ে মজা করেছেন দুজনে, গানের ঝলকই তা বলে দিচ্ছে।
এ আক রহমনের সুরে গানটি গেয়েছেন মোহিত চৌহান। গানে কোরসিকার রাস্তায় গোটা দুনিয়ার পরোয়া না করে মজাদার ভঙ্গীতে নাচতে দেখা যাচ্ছে রনবীর-দীপিকাকে। কিছু কিছু জায়গায় দেব আনন্দের স্টাঅল নকল করেছেন রনবীর।
ইমতিয়াজ আলি পরিচালিত ছবি মুক্তি পাচ্ছে ২৭ নভেম্বর।