Nirmala Mishra Passes Away: 'ও তোতা পাখি রে...' সঙ্গীত জগতে নক্ষত্রপতন, প্রয়াত নির্মলা মিশ্র

২০১৫ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মলা মিশ্র। একাধিকবার হাসপাতালে ভর্তি হন। গত এক মাস কথা বন্ধ হয়ে গিয়েছিল শিল্পীর। হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছিল প্রবীণ শিল্পীকে। শনিবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়

Updated By: Jul 31, 2022, 08:28 AM IST
Nirmala Mishra Passes Away: 'ও তোতা পাখি রে...' সঙ্গীত জগতে নক্ষত্রপতন, প্রয়াত নির্মলা মিশ্র

দেবপ্রিয় দত্ত মজুমদার ও অনসূয়া বন্দ্যোপাধ্যায়: সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত নির্মলা মিশ্র (Nirmala Mishra)। রবিবার রাত বারোটা দশ নাগাদ নিজের চেতলার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ২০১৫ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মলা মিশ্র। একাধিকবার হাসপাতালে ভর্তি হন। গত এক মাস কথা বন্ধ হয়ে গিয়েছিল শিল্পীর। হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছিল প্রবীণ শিল্পীকে। শনিবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ফোনে জি ২৪ ঘন্টাকে এমনটাই জানান প্রয়াত শিল্পীর ছেলে।

'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না' অথবা 'ও তোতা পাখিরে', বাংলা আধুনিক গানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এই গানগুলিতে নির্মলা মিশ্রের অবদান চিরস্মরণীয়। 'বলো তো আরশি তুমি', 'আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী', 'কাগজের ফুল বলে'- গানগুলি এখনও সমান জনপ্রিয়। 'চাঁদকে নিভিয়ে রাখো', 'যায় রে এ কী বিরহে', 'সুখ যে আমার', 'তোমার আকাশ দু'টি চোখে', 'আজ কোনও কাজ নেই', 'ও আমার মন পাখি', 'আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে', 'আকাশে নেই তারার দীপ'- এই গানগুলিও মনে রাখার মতো।

পরিবার সূত্রে খবর, রাতে নার্সিংহোমেই রাখা থাকবে সঙ্গীতশিল্পীর মরদেহ। নার্সিংহোম থেকে নির্মলার দেহ প্রথমে বাড়িতে আনা হবে। সেখান থেকে রবীন্দ্রসদন, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশান। প্রসঙ্গত, ১৯৬০ সালে ওডিয়া ছবি 'শ্রী লোকনাথ' সিনেমার গান গেয়েছেন নির্মলা। ওই ছবির মাধ্যমেই সংগীত জগতে পদার্পণ করেন নির্মলা মিশ্র। 

আরও পড়ুন: Ranveer Singh : ফ্যাশন শোয়ের মাঝেই মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ, ভাইরাল রণবীর-দীপিকা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.