Varun Dhavan : এসি গাড়ি ছেড়ে অটোয় চড়ে মুম্বই ঘুরলেন বরুণ ধাওয়ান
কলকাতার মতোই মুম্বই শহরে পরিবহণে অটো হল গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ নাগরিকরা সেই অটো চড়েই এদিক ওদিক যাতায়াত করেন। অটোয় চড়া সাধারণ মানুষের জীবনকেই কিছুক্ষণের জন্য হলেও অনুভব করার চেষ্টা করলেন বরুণ ধাওয়ান। নিত্য়দিন লাক্সারি গাড়িতেই তাঁর যাতায়াত, তবে শনিবার হঠাৎই বিলাসবহুল জীবন ছেড়ে আম আদমি হয়ে উঠেছিলেন বরুণ ধাওয়ান। বাড়ি থেকে বের হয়ে বিলাসবহুল এসি গাড়ি ছেড়ে সোজা গিয়ে উঠলেন অটোতে। এরপর সেই অটো করেই ঘুরে বেড়ালেন মুম্বই শহরের আনাচ-কানাচ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Varun Dhavan : এসি গাড়ি ছেড়ে অটোয় চড়ে মুম্বই ঘুরলেন বরুণ ধাওয়ান Varun Dhavan : এসি গাড়ি ছেড়ে অটোয় চড়ে মুম্বই ঘুরলেন বরুণ ধাওয়ান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/10/15/392934-505e953a-f6af-4b08-9d5f-0da6e4d8cdc4.jpg)
,Varun Dhavan, Mumbai, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিত্য়দিন লাক্সারি গাড়িতেই তাঁর যাতায়াত, তবে শনিবার হঠাৎই বিলাসবহুল জীবন ছেড়ে আম আদমি হয়ে উঠেছিলেন বরুণ ধাওয়ান। বাড়ি থেকে বের হয়ে বিলাসবহুল এসি গাড়ি ছেড়ে সোজা গিয়ে উঠলেন অটোতে। এরপর সেই অটো করেই ঘুরে বেড়ালেন মুম্বই শহরের আনাচ-কানাচ। সামনে এক অনুরাগী তাঁকে দেখতে পেয়ে প্রিয় তারকার সঙ্গে ছবি তুলতেও ছাড়লেন না। বরুণও হাসি মুখে দিব্যি পোজ দিলেন।
অটোয় চড়ে বরুণের মুম্বই ঘুরে বেড়ানোর মুহূ্র্ত লেন্সবন্দি হয়েছে Zee নিউজের ক্যামেরায়। কলকাতার মতোই মুম্বই শহরে পরিবহণে অটো হল গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ নাগরিকরা সেই অটো চড়েই এদিক ওদিক যাতায়াত করেন। বরুণ অটোয় চড়া সাধারণ মানুষের জীবনকেই কিছুক্ষণের জন্য হলেও অনুভব করার চেষ্টা করলেন। এদিন বরুণকে সাধারণ টি-শার্ট ও শর্টসেই দেখা গেল। আর চোখে পরেছিলেন কালো রোদচশমা। বরুণ নিজেও ইনস্টাস্টোরিতে অটো করে মুম্বই ঘোরার ভিডিয়ো শেয়ার করেছেন। ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছেন বাম বোম্বাই গান।
আরও পড়ুন- নুসরত সুন্দরী, বোনও কম রূপসী নন!
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
প্রসঙ্গত, ২০১২ সালে আলিয়া ভাটের বিপরীতে 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন বরুণ। তারপর 'হামটি শর্মা কি দুলহানিয়া', 'বদ্রিনাথ কি দুলহানিয়া', 'দিলওয়ালে', 'জুড়বা-২' সহ একের পর এক হিট ছবির হাত ধরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। সম্প্রতি কফি উইথ করণ সিজন ৭-এ অনিল কাপুরের সঙ্গে যোগ দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন বরুণ। করণের শোয়ে এসে 'সেক্সগুরু' হয়ে উঠতে দেখা যায় বরুণকে। যা শুনে হতবাক হয়ে যান তাঁর পর্দার বাবা অনিল কাপুর। সেখানে বেশকিছু ফোনের উত্তর দিয়েছিলেন অভিনেতা।
এক ব্যক্তি বরুণকে জিগ্গেস করেন, বিবাহিত জীবন কীভাবে আরও রসালো করে তোলা যায়? সেই প্রশ্ন কর্তাকে বরুণ পাল্টা প্রশ্ন করেন নিয়মিত যৌনতায় লিপ্ত হন? এক্ষেত্রে বরুণ অবশ্য সেক্স বলে ইন্টারকোর্স শব্দটি ব্যবহার করেন। পরে বরুণ সেই প্রশ্নকর্তাকে উপদেশ দেন, যৌন জীবন আরও মজাদার করে তুলতে অশ্বগন্ধা খান। এখানেই শেষ নয় বরুণের উপদেশ, বিবাহিত জীবন সুন্দর করে তুলতে হবে বিছানায় ভালো পারফর্ম করতে হবে। প্রশ্ন কর্তাকে বরুণ বলে বসেন, 'করণের মতো পোশাক পরে বউয়ের সঙ্গে কফি উইথ করণ খেলতে পারেন। বউকে প্রশ্ন করুন মিশনারি, ডগি নাকি হেলিকপ্টর যৌনতায় কোন স্টাইল তাঁর পছন্দ?' পরে বরুণ যোগ করেন, 'আমি কিন্তু মোটেও মজা করছি না, সিরিয়াসলি কথাগুলি বলছি।'
বরুণের এধরনের কথাবার্তা শুনে করণ তাঁকে 'সেক্সগুরু'র তকমা দেন। তখন বরুণের বক্তব্য ছিল, 'প্রকৃতিগতভাবেই আমার কামশক্তি প্রবল। বিবাহিত জীবন সুন্দরভাবে কাটানোটা মোটেও সহজ বিষয় নয়। আর নাতাশার সঙ্গে আমার প্রেম স্কুল থেকে, তাই সম্পর্ককে রোজই নতুন করে তোলার চাপ তো থাকেই। ওকে হাসিখুশি রাখতে হবে, ভালো রাখতে হবে।' প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন বরুণ ধাওয়ান। করণের শোয়ে এসে প্রকাশ্যে এধরনের কথা বলার জন্য স্ত্রী নাতাশার কাছে ক্ষমাও চেয়ে নেন বরুণ।