কংগ্রেসে যোগ দিলেন বিগ বস-১১র বিজেতা শিল্পা শিন্ডে

 মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান সঞ্জয় নিরুপমের ও চরণ সিংয়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন শিল্পা। 

Updated By: Feb 5, 2019, 08:04 PM IST
কংগ্রেসে যোগ দিলেন বিগ বস-১১র বিজেতা শিল্পা শিন্ডে

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসে যোগ দিলেন বিগ বস ১১-এর বিজেতা তথা টেলি অভিনেত্রী শিল্পা শিন্ডে। মঙ্গলবার, মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান সঞ্জয় নিরুপমের ও চরণ সিংয়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন শিল্পা। 

৪২ বছরের শিল্পা ১৯৯৯ সালে হিন্দি টেলি শো 'ভাবি' মাধ্যমে কাজ শুরু করেন। 'ভাবিজী ঘর পর হ্যায়' ধারাবাহিকের অঙ্গুরী ভাবির ভূমিকায় জনপ্রিয়তা অর্জন করেন শিল্পা শিন্ডে। গতবছর জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস-১১ এর বিজেতা হন শিল্পা শিন্ডে।

আরও পড়ুন-স্কুল ছাত্রীর বেশে নেহা কক্কর, এভাবে গায়িকাকে আগে দেখেছেন? ভাইরাল ভিডিও

আরও পড়ুন-আরও পড়ুন-বৌমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কনীনিকার শাশুড়ি

২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস মহারাষ্ট্রে ৪৮ আসনের মধ্যে মাত্র ২ আসনে জেতে। আসন্ন মহারাষ্ট্রের নির্বাচনে শরদ পাওয়ারের NCP-র সঙ্গে মিলে ভোটে লড়ছে কংগ্রেস। শিল্পার জনপ্রিয়াতার কথা মাথায় রেখেই তাঁকে কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ধরণা রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, শিল্পার জন্ম মহারাষ্ট্রের এক মধ্যবিত্র পরিবারে। তাঁর বাবা ড: সত্যদিও শিন্ডে হাইকোর্টের বিচারপতি, মা গীতা শিন্ডে গৃহকর্তী।

আরও পড়ুন-ফের অনুষ্কার ছবিতে দেখা যাবে পরমব্রতকে

.