চিটেগুড়ে বাবা-ছেলে একসঙ্গে
চার্বাকের নতুন প্রযোজনায় নাটক চিটেগুড় মঞ্চস্থ হচ্ছে। মজার এই নাটকে মুখ্য চরিত্রে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এই সময়ের ঘটে যাওয়া সামাজিক প্রেক্ষাপটই নাটকের মূল গল্প।
![চিটেগুড়ে বাবা-ছেলে একসঙ্গে চিটেগুড়ে বাবা-ছেলে একসঙ্গে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/11/46348-1theater.jpg)
ওয়েব ডেস্ক: চার্বাকের নতুন প্রযোজনায় নাটক চিটেগুড় মঞ্চস্থ হচ্ছে। মজার এই নাটকে মুখ্য চরিত্রে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এই সময়ের ঘটে যাওয়া সামাজিক প্রেক্ষাপটই নাটকের মূল গল্প।
লোভে পাপ। পাপে মৃত্যু। এই প্রবাদ যে কতটা সত্যি তা আমরা এই সময়ে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারি। সেই উপলব্ধির গল্পই মঞ্চে তুলে ধরলেন পরিচালক অরিন্দম গাঙ্গুলি।
এই প্রথমবার মঞ্চে বাবা-ছেলে একসঙ্গে। সব্যসাচী চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী দুজনেই অভিনয় করেছেন এই নাটকে। নাটকের আর একটি চরিত্রে অভিনয় করছেন খেয়ালী দস্তিদার। এই মুহূর্তের জ্বলন্ত সমস্যার কথাই কমেডির মোড়কে পরিবেশন করা হয়েছে। এই মাসের বেশ কয়েকবার পর পর মঞ্চস্থ হবে চিটেগুড়।