Taslima Nasrin | Azmeri Haque Badhan: 'গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, কী করেছে?', বাঁধনকে খোঁচা তসলিমার...

Taslima Nasreen: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। স্বৈরাচার হাসিনাতন্ত্র’থেকে মুক্তি পেতেই ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন বাঁধন। কিন্তু এখন তিনি কোথায়? প্রশ্ন তুললেন তসলিমা। 

Updated By: Feb 10, 2025, 04:00 PM IST
Taslima Nasrin | Azmeri Haque Badhan: 'গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, কী করেছে?', বাঁধনকে খোঁচা তসলিমার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে বহু বছর নির্বাসিত প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। দেশের নানা পরিস্থিতি নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। গত ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি সরকারের বিরোধীতাও চালিয়ে যাচ্ছেন সমানে। সম্প্রতি তিনি আজমেরী হক বাঁধনের (Azmeri Haque Badhan) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তসলিমা। 

আরও পড়ুন- Saif Ali Khan Attacked: রক্তাক্ত ছেলের হাত ধরে ঘুমপাড়ানি গান গাইছিলেন শর্মিলা...

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পথেও নেমেছিলেন অভিনেত্রী। ছাত্র যুবদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে কোথায় বাঁধন। বাংলাদেশের ‘সংস্কার’ প্রসঙ্গে তাঁর ভূমিকা কী? প্রশ্ন তসলিমার। 

সে সময়ের একটি ভিডিওতে মাইকে চিৎকার করে তাঁকে বলতে শোনা গেছে, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই...।’ বর্তমানে দেশের চলমান অস্থিরতায় আজমেরী হক বাঁধনেরে ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ 

আরও পড়ুন- Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?

তসলিমার পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই। প্রসঙ্গত, বাঁধন বরাবরই সাহসী, স্বাধীনচেতা, স্পষ্টভাষী। ‘স্বৈরাচার হাসিনাতন্ত্র’থেকে মুক্তি পেতেই ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন বাঁধন। অনেকেই প্রশ্ন তোলেন যে ইউনূস সরকার আসার পর সেঅর্থে দেখা মিলছে না বাঁধনের। কোথায় গেলেন অভিনেত্রী?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.