Cardiac Arrest: WATCH | ভাইয়ের বিয়েতে নাচতে নাচতেই ঠাস করে পড়লেন মঞ্চে! হার্ট অ্যাটাকে চিরঘুমে ২৩-এর তরুণী...

 'লেহরা কে বলখা কে' গানটির সঙ্গে নাচছিল পরিণীতা। এক ছোট ভাইও ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। 

Updated By: Feb 10, 2025, 04:34 PM IST
Cardiac Arrest: WATCH | ভাইয়ের বিয়েতে নাচতে নাচতেই ঠাস করে পড়লেন মঞ্চে! হার্ট অ্যাটাকে চিরঘুমে ২৩-এর তরুণী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুড়তুতো ভাইয়ের বিয়ে বলে কথা! আনন্দে মশগুল ছিলেন ২৩-এর তরুণী। সবার সঙ্গে মিলে ওই তরুণীও নাচছিলেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৩ বছর বয়সী ওই তরুণীর। ঘটনাটি ঘটছে মধ্যপ্রদেশের বিদিশায়।

পরিণীতা জৈন নামে ওই তরুণী আদতে ইন্দোরের বাসিন্দা। খুড়তুতো ভাইয়ের বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে বিদিশায় এসেছিলেন তিনি। মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সেই বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজের উপর লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী পরিণীতা জৈন নামে ওই তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিয়ো দেখা গিয়েছে যে 'হলদি' অনুষ্ঠান চলছিল। আর সেখানে পরিণীতা মঞ্চে নাচছিলেন। ২০০ জনেরও বেশি অতিথি সেইসময় উপস্থিত ছিলেন। সবার চোখের সামনেই ঘটনাটি ঘটে। 'লেহরা কে বলখা কে' গানটির সঙ্গে নাচছিলেন পরিণীতা। নাচতে নাচতে হঠাৎ-ই ঠাস করে মঞ্চের উপর পড়ে যান ওই তরুণী। 

ছুটে আসে সবাই। পরিবারের সদস্য থেকে চিকিৎসক এবং অনুষ্ঠানে উপস্থিত অন্যরাও তাঁকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিণীতা আর সাড়া দেননি। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা পরিণীতাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, CIBIL Score | Marriage cancel: খুব খারাপ CIBIL স্কোর! দেখামাত্র 'ঋণগ্রস্ত' পাত্রের সঙ্গে বিয়ে বাতিল করল কনের পরিবার...

পরিণীতা এমবিএ করেছিলেন। বাবা-মায়ের সঙ্গে ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে থাকত। জানা গিয়েছে, তাঁর এক ছোট ভাইও ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। উল্লেখ্য, এভাবে নাচতে নাচতে বা জিম করার সময় বা খেলার মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটা প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন, Asteroid Bennu: 'বেনু'র ধাক্কায় 'ধ্বংস' হবে পৃথিবী? সাল উল্লেখ করে বিজ্ঞানীরা দিলেন ভয়ংকর পূর্বাভাস!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.