Saif Ali Khan Attacked: রক্তাক্ত ছেলের হাত ধরে ঘুমপাড়ানি গান গাইছিলেন শর্মিলা...

Saif Ali Khan | Sharmila Tagore: হাসপাতালে ছেলেকে দেখে ভয় পেয়ে যান শর্মিলা। প্রতিদিনই ছেলেকে দেখতে যেতেন অভিনেত্রী। ছেলের মাথার কাছে বসে থাকতেন দীর্ঘক্ষণ। শোনাতেন ঘুমপাড়ানি গানও। 

Updated By: Feb 10, 2025, 02:48 PM IST
Saif Ali Khan Attacked: রক্তাক্ত ছেলের হাত ধরে ঘুমপাড়ানি গান গাইছিলেন শর্মিলা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক যেন সিনেমার মতো। আক্রান্ত ছেলে হাসপাতালে লড়ছে মৃত্যুর সঙ্গে আর মাথার কাছে ঘুমপাড়ানি গান গাইছেন মা। ঠিক এমনই দৃশ্যের সাক্ষী থেকেছে লীলাবতী হাসপাতাল। সইফ আলি খানের উপর আচমকা আক্রমণে হতবাক হয়ে যায় গোটা দেশ। এখনও চিকিত্‍সার মধ্যে দিয়েই যাচ্ছেন ছোটে নবাব। এরই মাঝে প্রথমবার এই বিষয়ে মুখ খুললেন সইফ। অভিনেতা বলেন যে তাঁর মা, অভিনেত্রী শর্মিলা ঠাকুর যখন হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন, তখন তিনি ভয় পেয়ে যান।

আরও পড়ুন- Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?

১৬ জানুয়ারি সইফ আলি খানের উপর হামলার পর, হাসপাতালে অস্ত্রোপচারের সময় অভিনেতার পরিবার তাঁর পাশেই ছিল। তাঁর মা, প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর হাসপাতালে তাঁর বেডের পাশেই থাকতেন। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদপত্রে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে, সইফ প্রকাশ করেছেন যে শর্মিলা ঠাকুর হাসপাতালে তাঁর হাত ধরে একটি ঘুমপাড়ানি গান গাইতেন যা শেষবার তিনি শুনেছিলেন ছোটবেলায়। 

গত মাসেই বান্দ্রার বাড়িতে ঢুকে সইফ আলি খানের উপর আক্রমণ চালায় এক অনুপ্রবেশকারী। একাধিক ছুরির আঘাতে গুরুতর আহত হন অভিনেতা। তাঁর ৮ বছরের ছেলে তৈমুরের সঙ্গে হাসপাতালে যাওয়ার জন্য কী তাঁর উপর রেগে গিয়েছিলেন শর্মিলা? তখন সইফ বলেন, "না, না, প্রথমে তিনি তৈমুরকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব সমর্থন করেছিলেন। আমি ভেবেছিলাম সে এতে তিনি বিরক্ত হবেন কিন্তু তিনি বললেন - 'না, তুমি যা ভেবেছিলে তা ঠিক এবং তুমি ওকে এসবের মধ্যে দিয়ে এত কিছুর মুখোমুখি করেছ, যা ভালোই' - অর্থাৎ সে অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা। অভিনেতা আরও বলেন, "আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন 'কেউ যদি কখনও তোমাকে আঘাত করার চেষ্টা করে তবে আমি বাধা দেব'। এর প্রভাব আমার উপর পড়েছিল। তাই আমার মনে হয় এটি প্রতিটি পিতামাতার প্রবৃত্তি। এবং তিনি খুব প্রোটেকটিভ ছিলেন। ডাক্তাররা চিন্তিত ছিলেন যে কোনও সংক্রমণ যেন না হয়। তাই তিনি নিশ্চিত করছিলেন যে ডাক্তার সহ সকলেই মাস্ক পরছে কিনা। তাই মায়ের প্রতি কিছুটা ভয় ছিল।"

আরও পড়ুন- Aamir Khan's new ladylove: বলিউডে হইচই! আর লুকোচুরি নয়, গৌরীর প্রেমে মশগুল আমির...

সইফ সেই প্রসঙ্গেই শর্মিলা হাসপাতালে তাঁকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছিলেন। সইফ আরও বলেন, ' আমার হাত ধরে আমাকে একটি গান গেয়ে শোনাছিলেন আম্মা, যা খুবই শান্তির ছিল। আমি মনে করতে পারছি না (কোনটি)। এটি একটি ঘুমপাড়ানি গান ছিল। আমি যখন ছোট ছিলাম তখন শেষবার এটা শুনেছিলাম" 

প্রসঙ্গত, পাঁচ দিন লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন সইফ আলি খান। আক্রমণের দিনই অভিনেতার দুটি অস্ত্রোপচার হয়। তাঁর ডাক্তাররা বলেছিলেন যে তাঁর ছয়টি আঘাত ছিল, যার মধ্যে দুটি গভীর আঘাত ছিল। সইফকে ২১শে জানুয়ারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই মাসের শুরুতে, আক্রমণের পর প্রথমবার জনসমক্ষে দেখা যায় তাঁকে। নেটফ্লিক্স ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সইফ। গলায় ও হাতে ব্যান্ডেজ নিয়েই জুয়েল থিফের প্রচার করেন তিনি। এবার প্রথম আক্রমণের সেই রাত নিয়ে মুখ খুললেন অভিনেতা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.