লকডাউনের মধ্যেই মায়ের কাছে পৌঁছে দিলেন ছেলেকে, সোনুকে কী বললেন মহিলা
বাড়ি ফেরার পর ওই যুবকের মা যেভাবে সোনু সুদকে ভালবাসা জানান, তা প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![লকডাউনের মধ্যেই মায়ের কাছে পৌঁছে দিলেন ছেলেকে, সোনুকে কী বললেন মহিলা লকডাউনের মধ্যেই মায়ের কাছে পৌঁছে দিলেন ছেলেকে, সোনুকে কী বললেন মহিলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/01/253071-sonu-women.jpg)
নিজস্ব প্রতিবেদন : বাড়ি পৌঁছনোর জন্য সোনু সুদের কাছে সাহায্য চেয়েছিলেন। সাহায্যের আর্তি কানে আসার সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছেলেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বলিউড অভিনেতা। বাড়ি ফেরার পর ওই যুবকের মা যেভাবে সোনু সুদকে ভালবাসা জানান, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়।
একটি ভিডিয়োতে দেখা যায়, ছেলেকে তাঁর কাছে পাঠানোর জন্য সোনু সুদকে ধন্যবাদ জানাচ্ছেন এক মহিলা। তবে কী বলে সোনুকে তিনি ধন্যবাদ জানাবেন, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি। ওই মহিলার ধন্যবাদের পালটা ভালবাসা জানান বলিউড অভিনেতা।
Meri maa apse kuch kehna chhtai hai sun lijye sir and bahot bahot sukriya meri maa ke akkho me khusi ke assu hai sir SonuSood pic.twitter.com/qwMXyeyC2V
— Actor Manish (@ActorManish2) May 29, 2020
তিনি বলেন, মায়ের কোলে তাঁর ছেলেকে পৌঁছে দিয়েছেন, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। যদি কখনও সৌভাগ্য হয়, তাহলে তিনি ওই মহিলার হাতের রান্না খেতে তাঁর বাড়িতে পৌঁছে যাবেন বলে জানান সোনু। পাশাপাশি ওই মহিলাকে তিনি মা বলেও সম্মোধন করেন।