বাণীবন্দনায় পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রসিদ খান

আজ সরস্বতী পুজো। সমস্ত বাঙালির মতোই বাগদেবীর আরধনায় সামিল শিল্পী মহল। প্রত্যেক বছরের মতো এবছর বাণীবন্দনা মাতলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর গানের স্কুল শ্রুতিনন্দনে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। যেখানে সামিল ছিলেন ছোট থেকে বড় তাঁর সমস্ত ছাত্র-ছাত্রীরা। 

Updated By: Jan 22, 2018, 06:35 PM IST
বাণীবন্দনায় পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রসিদ খান

নিজস্ব প্রতিবেদন: আজ সরস্বতী পুজো। সমস্ত বাঙালির মতোই বাগদেবীর আরধনায় সামিল শিল্পী মহল। প্রত্যেক বছরের মতো এবছর বাণীবন্দনা মাতলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর গানের স্কুল শ্রুতিনন্দনে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। যেখানে সামিল ছিলেন ছোট থেকে বড় তাঁর সমস্ত ছাত্র-ছাত্রীরা। 

গানের সুরেই হল বাণীবন্দনা। দেবী সরস্বতীর সামনে বাগদেবীর স্তোত্র পাঠ করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। পরে ছাত্র-ছাত্রীর সঙ্গেই 'দেবী সরস্বতী ভবানী' গানের সুরে আরাধনায় সামিল হলেন শিল্পী ।

পাশাপাশি এইদিন ওস্তাদ রসিদ খানের বাড়িতে চলল সরস্বতী বন্দনা। সেখানে সামিল ছিলেন পণ্ডিতজীর ছাত্র-ছাত্রীরা। তাঁদের মাঝে বসেই সুরদেবীর বন্দনা করলেন সুর সাধক। সামিল হয়েছিলেন রসিদজীর পরিবারের সদস্যরাও। ছিলেন ছাত্রী-ছাত্রীদের বাড়ির লোকজন। ২৪ ঘণ্টার ক্যামেরার সামনেই গান গাইলেন রসিদ খান।

.