সুতোয় ঝুলছে সলমনের ভাগ্য, শুনানির শেষ, ৩টের পর রায় দেবেন বিচারক
যোধপুর আদালতে শুরু হল হরিণ শিকার মামলায় দোষী সলমন খানের জামিনের আদালতের দ্বিতীয় দিনের বিচারপর্ব। শনিবার সকাল ঠিক ১০.৩০ মিনিটে শুরু হয় সলমনের জামিনের আবেদনের বিচারপর্ব।
![সুতোয় ঝুলছে সলমনের ভাগ্য, শুনানির শেষ, ৩টের পর রায় দেবেন বিচারক সুতোয় ঝুলছে সলমনের ভাগ্য, শুনানির শেষ, ৩টের পর রায় দেবেন বিচারক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/07/116732-221154-salman-khan-jodhpur.jpg)
ওয়েব ডেস্ক: বেলা ৩টের পর সলমন খানের জামিনের আবেদনের রায় দেবে আদালত। শনিবার উত্তপ্ত শুনানি শেষে এমনটাই জানিয়েছেন যোধপুর সেশনস কোর্টের বিচারক রবীন্দ্র জোশি।
এদিনের শুনানিতে ফের জামিনের পক্ষে জোর সওয়াল করেন সলমনের আইনজীবী। পালটা সওয়ালে উত্তাপ বাড়ান বিষ্ণোই সমাজের আইনজীবীও। ওদিকে বিচারকের বদলি হয়ে যাওয়ায় জামিন মঞ্জুর করাতে মরিয়া হয়ে ওঠেন সলমনের আইনজীবীরা। আজই রায় দিতে বিচারককে কাকুতি মিনতি করতে শুরু করেন তাঁরা। সেই আবেদন শুনে প্রাথমিকভাবে বেলা ২টোর পর রায় দেবেন বলে জানান বিচারক। মধ্যাহ্নভোজ শেষে বিচারক জানান, ৩টেয় রায় ঘোষণা করবে আদালত।
চার বছরে দলিতদের জন্য কিচ্ছু করেনি আপনার সরকার, প্রধানমন্ত্রীকে চিঠি দলিত সাংসদের
শনিবার সকাল ১০.৩০ মিনিটে যোধপুর আদালতে শুরু হয় হরিণ শিকার মামলায় দোষী সলমন খানের জামিনের আদালতের দ্বিতীয় দিনের বিচারপর্ব।
শনিবারের বিচারপ্রক্রিয়া নিয়ে যদিও প্রাথমিকভাবে জটিলতা দেখা দেয়। জানা যায়, যে বিচারক সলমনের জামিনের মামলার শুনানি করছেন শুক্রবারই তাঁর বদলির নির্দেশিকা জারি হয়েছে। বদলি করা হয়েছে গোটা রাজস্থানে আরও ৮৬ জন বিচারককে। ফলে বিচারক রবীন্দ্র কুমার জোশি মামলাটি শুনবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়।
তবে পূর্বঘোষণা মতো শনিবার সকালে বসে আদালত। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে নথি পড়ে শোনাচ্ছেন বিচারক। চলছে দুুপক্ষের আইনজীবীর জোর সওয়াল।
শুক্রবার যোধপুর সেশনস কোর্টে সলমন খানের জামিনের আদালতের শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক।